Sunday, May 28, 2017
কেমন আছেন কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা ?
মাথাপিছু আয়ের হিসাবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন ৩ লাখের মতো প্রবাসী বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগের থাকার জায়গা নিম্নমানের। দূতাবাস বলছে, শ্রমিকদের সঙ্গে কোম্পানির চুক্তিপত্র না থাকায় কিছুই করতে পারছেন না তারা।
কাতারের রাজধানী দোহা'র বিভিন্ন জায়গায় দেখা মিলবে রঙিন আলো আর উঁচু দালান-কোঠার। দিন দিন ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা বা ইউরোপের মত উন্নত দেশগুলোর ইমারতকেও।
কিন্তু একেবারেই ভিন্ন পরিবেশে বসবাস করছেন দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো উন্নত দেশের বাসস্থান। নিম্নমানের পরিবেশ আর একসঙ্গে গাদাগাদি করে মানবেতর জীবন-যাপন করছেন এসব বাংলাদেশি শ্রমিক।
শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন কাতারে গড়ে না ওঠায় হতাশ বাংলাদেশি কমিউনিটির নেতারা।
আর বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে তাদের নিয়োগকারী কোম্পানির চুক্তিপত্র না থাকায় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পারছে না বাংলাদেশ দূতাবাস।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার। তাই দেশটিতে চলছে বিশাল নির্মাণ যজ্ঞ। আর এজন্য আরো দুই লাখ বাংলাদেশি শ্রমিক কাতারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের দাবি, ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি উন্নত বাসস্থানের ব্যবস্থা যেন হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment