ভারতের বিহারে বজ্রপাত, ঝড় ও বৃষ্টি সংশ্লিষ্ট কারণে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব অনিরুদ্ধ কুমার বলেন, বিহারে পৃথক বজ্রপাত, ঝড় ও বৃষ্টিসংশ্লিষ্ট কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় বজ্রপাতে মারা গেছে ১৮ জন, পশ্চিম চাম্পারান জেলায় ঝড়ে মারা গেছে আরো ৫ জন।
বজ্রপাতে নিহত ১৮ জনের মধ্যে ৫ জন পূর্ব চাম্পারন, ৪ জন জামুই, ১ জন পশ্চিম চম্পারণ, দুই জন করে মুঙ্গের, ভাগলপুর ও মাধেলপুরা ও বৈশালি ও সমস্তিপুরে ১ জন করে মারা গেছে। এর আগে শনিবারে বিহারের উত্তর কাশীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়।
এনডিটিভি।
No comments:
Post a Comment