Friday, May 26, 2017
ভাস্কর্য অপসারণে সরকারের এখতিয়ার নেই
ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাস্কর্য অপসারণে সরকারের কোনো এখতিয়ার নেই। এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। গতকাল সকালে গাজীপুরের চান্দরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমি এটা বলব-বিএনপি আমলের চেয়ে অনেকগুণ ভালো গণতন্ত্র এখন বাংলাদেশে আছে। বিএনপির মনের জ্বালা অন্য জায়গায়, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি আজ হতাশ এবং আগামী নির্বাচনে জেতার ব্যাপারে তারা শঙ্কিত। হতাশা থেকেই তারা বেপরোয়া হয়ে উঠছে। আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া। এর প্রমাণ তারা এখন মফস্বলে কোনো সভা করতে গেলে নিজেরা নিজেদের ধাওয়া করছে, ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করছে। ওবায়দুল কাদের বলেন, তারা দেশে গণতন্ত্র নিয়ে কেন ভাবছে, আগে নিজের ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক। তাদের তো গণতন্ত্র ঘরেই নেই, তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে। মন্ত্রী আরও বলেন, রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকানপাট ও দখল উচ্ছেদ করতে হবে। এ জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment