ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর ‘যুদ্ধমন্ত্রী’ আবু মুসাব আল মাসরিকে হত্যার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলে এক অভিযানে মাসরি নিহত হয়েছে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী।
এই খবর নিশ্চিত হলে আইএসের জন্য এটি হবে বড় ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) আইএসের কথিত রাজধানী রাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করবে। সিরিয়ান সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আবু মুসাব আল মাসরি আইএসের সিরীয় যুদ্ধমন্ত্রী। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক সূত্রের বরাতে বলেছিল মাসরি পুরো সংগঠনটিরই সামরিক প্রধান।
গত মে মাসের ১০ তারিখ আলেপ্পোর পূর্বাঞ্চলে সিরিয়ান সেনাবাহিনীর ১৩ জন শীর্ষ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সিরীয় বাহিনী। নিহতদের মধ্যে সৌদি আরব ও ইরাকি নাগরিক রয়েছে। তবে আবু মুসাব আল মাসরিকে কবে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে সেটা জানায়নি সেনাবাহিনী।
বাগদাদভিত্তিক আইএস বিশেষজ্ঞ হিশাম আল হাশিমি বলেন, যদি মাসরির মৃত্যুর খবরটি নিশ্চিত করা যায় তাহলে রাকার লড়াইয়ের আগে এটি হবে জঙ্গিগোষ্ঠীটির উপর অনেক বড় একটি ধাক্কা। মাসরি আইএস নেতৃত্বে চতুর্থ শীর্ষ ব্যক্তি।
এর আগে গত বছর মার্কিন বিমান হামলায় সেই সময়ের আইএসের যুদ্ধমন্ত্রী আবু ওমর আল শিশানি নিহত হয়েছিলেন। আইএসও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।
রয়টার্স।
No comments:
Post a Comment