Social Icons

Wednesday, May 24, 2017

বাহারাইনে শিয়াদের বিক্ষোভে পুলিশের অভিযান, নিহত ৫

বাহারাইনে মঙ্গলবার এক শিয়া ধর্মগুরুর বাড়িতে পুলিশী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। ওই অভিযানে আরো ২৮৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কথিত সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পর দিরাজ গ্রামে ওই অভিযান পরিচালনা করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
 
মানবাধিকার কর্মীরা বলেন, শিয়া ধর্মীয় নেতা শেখ ইসা কাশিমের সমর্থকদের একটি অবস্থান ধর্মঘটে পুলিশ কর্মকর্তারা সরাসরি গুলি চালান। কাশিম একটি দুর্নীতি মামলায় দন্ডিত হওয়ার দুই দিন পর এই ঘটনা ঘটলো। প্রসঙ্গত, পুলিশ তাকে এখনো আটক করেনি। অবৈধভাবে তহবিল সংগ্রহ এবং মুদ্রাপাচারের জন্য বাহারাইনের একটি আদালত কাশিমকে এক বছরের স্থগিত দন্ডাদেশ এবং এক লক্ষ বাহারাইনি দিনার জরিমানা করে। এর আগে সহিংসতা উস্কে দেওয়ার জন্য গত জুনে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল।
 
কাশিমকে দেশত্যাগ করার সিদ্ধান্ত এবং তাকে বিতাড়নের আশঙ্কায় মঙ্গলবার দিরাজ গ্রামে তার বাড়ি এবং পাশর্^বর্তী রাস্তায় অবস্থান ধর্মঘট করে তার সমর্থকরা। পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখে সেখানে অভিযান চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাশিমের সমর্থকরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে এবং ছুরি ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে যুক্তরাজ্যভিত্তিক বাহরাইন ইনস্টিউট অব রাইটস এন্ড ডেমোক্র্যাসি বলেছে, পুলিশ শান্তিপূর্ণ পাঁচ বিক্ষোভকারীকে হত্যা করেছে। এটা একটা জঘণ্য অপরাধ।

 বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates