Social Icons

Tuesday, May 23, 2017

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমাদের প্রার্থী দিতে চাই। আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই।'
 
মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির (এরশাদ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এরশাদ বলেন, 'বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এর বাকি আছে আরও ১২ বছর। আমরা তাদের একটা কথাও বলিনি।'
 
'আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন বেগম জিয়া আমাদের কথা নকল করে ভিশন দিয়েছেন' উল্লেখ করে তিনি বলেন, 'কত কথাই না হচ্ছে। আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে। এদিকে প্রাকৃতিক তীব্র দাবদাহ, অন্যদিকে রাজনীতিতেও তাপদাহ। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে।'
 
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আকতার, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এসময় জেলা-নগর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates