ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকালে গত দুই মাসে প্রায় তিনহাজার লোককে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির ক্রিমিনাল জাস্টিস ফোরামের বরাতে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এখবর জানায়।
দেশটির বিরোধী পক্ষ অভিযোগ করেছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। অপরদিকে প্রেসিডেন্টের পাল্টা অভিযোগ, বিরোধী পক্ষ অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে।
ফোরো প্যানেল নামের ক্রিমিনাল জাস্টিস ফোরাম পরিচালক আলফ্রেডো রোমিরো সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২ হাজার ৯৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৫১ জনকে আটকাদেশ প্রদান করা হয়।
ফোরামের আইনজীবী এলনসো মেডিনা বলেন, দেশটির সামরিক আদালত ১৯৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আইনজীবীগণ জানান, গত ১ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে ৬০ জনকে হত্যা করা হয়েছে।
দেশটির সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে আন্দোলনে কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস তৈরির অভিযোগ করেছে। বিরোধী পক্ষ অভিযোগ করেছে, মাদুরোর সরকার অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ সংকট তৈরি করছে। অপরদিকে সোশ্যালিস্ট প্রেসিডেন্ট মাদুরো বলেন, যা সংকট তা যুক্তরাষ্ট্রের মদদে সৃষ্ট।
এএফপি।
No comments:
Post a Comment