মিশরে মধ্যাঞ্চলে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত ২৮ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাসটি যাত্রীদের নিয়ে একটি চার্চে যাওয়ার পথে কায়রোর ১৫৫ মাইল দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা চালানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার সময় মুখোশ পরা বন্দুকধারীরা খ্রিস্টানদের থামিয়ে তাদেরকে গুলি করে।
এর আগেও গত কয়েক মাসে মিশরে কপটিক খ্রিষ্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
গত ৯ এপ্রিল তান্তা ও আলেকজান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৪৬ জন নিহত হয়।
No comments:
Post a Comment