Social Icons

Wednesday, May 24, 2017

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা ম্যাক্রো

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১ নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চান ম্যাক্রো। 
 
ওই বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট পার্লামেন্টকে জরুরি অবস্থায় নিরাপত্তা ক্ষেত্রে স্থায়ী পদক্ষেপের খসড়া তৈরি করতে বলেছেন। এ প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হলে ষষ্ঠবারের মতো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে। জঙ্গি হামলার আশঙ্কায় এর আগে পাঁচবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আগে থেকেই জরুরি অবস্থার সমালোচনা করে আসছে। তাদের দাবি, এর ফলে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে।
 
২০১৫ সালের নভেম্বরে প্যারিসে আত্মঘাতী বোমা হামলার পর প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিলেন। গত বছর নিস শহরে এক ট্রাক হামলায় নিহত হন ৮৬ জন। ম্যাক্রো তার নির্বাচনী প্রচারণাতেই নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। গত ৭ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে উগ্র-ডানপন্থী লে পেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মধ্যপন্থী ম্যাক্রো।

 আল জাজিরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates