কুয়েতে নানা ধরনের অনিয়মের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। বিভিন্ন প্রতিষ্ঠান ৭-৮ লাখ টাকায় ভিসা বিক্রি করে নতুন শ্রমিক নিয়োগ দিয়ে পুরাতনদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে। এছাড়া দেশটির প্রচলিত শ্রম আইনের বাইরে নিজস্ব নতুন নতুন আইন তৈরি করে তা প্রয়োগ করা হচ্ছে।
ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে বিপাকে পড়েছেন ১শ' ৯০ বাংলাদেশি শ্রমিক। পূর্ব নির্ধারিত কাজ এবং প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভুক্তভোগীরা জানান, কোম্পানির অবজ্ঞা-অবহেলা এখন হুমকি-ধমকিসহ শারীরিক নির্যাতনে রূপ নিয়েছে। নিরূপায় হয়ে বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আবদুল লতিফ খানের কাছে লিখিত অভিযোগ জমা দেন প্রতারিত শ্রমিকরা।
এদিকে, দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। দিকে, শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িক সমাধানের কথা জানান দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব।
ভুক্তভোগীরা জানান, কোম্পানির অবজ্ঞা-অবহেলা এখন হুমকি-ধমকিসহ শারীরিক নির্যাতনে রূপ নিয়েছে। নিরূপায় হয়ে বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আবদুল লতিফ খানের কাছে লিখিত অভিযোগ জমা দেন প্রতারিত শ্রমিকরা।
এদিকে, দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। দিকে, শ্রমিকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িক সমাধানের কথা জানান দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব।
No comments:
Post a Comment