বাহুবলী' সিনেমায় কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সত্যরাজ। রাজমাতা শিবগামী দেবীর নির্দেশে নায়ক বাহুবলীকে হত্যা করেছিলেন তিনি। এ কাজে কোনো ধরনের বিচারের মুখোমুখি না হলেও বাস্তব জীবনে এবার গ্রেফতার হতে পারেন কাটাপ্পা! গতকাল মঙ্গলবার ভারতের উটির একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সত্যরাজ এবং দক্ষিণী অভিনেতা সুরিয়াসহ আটজন অভিনয়শিল্পীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সূত্র জানিয়েছে, মানহানির এক মামলায় আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগকারী এম রোজারিও একজন ফ্রিল্যান্স সাংবাদিক। এর আগে ২০০৯ সালে ৭ অক্টোবর একটি পত্রিকায় দক্ষিণী অভিনেত্রীদের সম্মানহানি করে প্রতিবেদন ছাপানোর জেরে সকল সাংবাদিকদের আক্রমণ বক্তব্য দেন ওই আট অভিনয়শিল্পী। সত্যরাজ এবং সুরিয়া ছাড়াও আটজনের মধ্যে রয়েছেন- শরৎকুমার, সুপ্রিয়া, বিজয়কুমার, অরুণ বিজয়, বিবেক এবং চেরন। পরে আদালত ২০১১ সালের ১৯ ডিসেম্বর তাদের বিরুদ্ধে সমন জারি করে। এতে আদালতে স্বশরীরে হাজির না হওয়ার বিষয়ে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। তবে সেই পিটিশন খারিজ করে দেয়া হয়। মামলায় আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment