মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচণ্ড পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রতি সম্মান রেখে তিনি পদত্যাগ করেছেন।
৬২ বছর বয়সী প্রচণ্ড দ্বিতীয় মেয়াদে ক্ষমতারোহণের পরে টেলিভিশনে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। গত বছরের আগস্টে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট করার পরে নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন প্রচণ্ড। মাওবাদী দল সিপিএনের চেয়ারম্যান প্রচণ্ডর সঙ্গে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ৯ মাসের মধ্যে পদত্যাগ করবেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত এভাবে দুই দল ক্ষমতা ভাগাভাগি করবে।
প্রচণ্ড স্থানীয় নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবেন এরপরের প্রাদেশিক ও কেন্দ্রীয় নির্বাচন দেউবার অধীনে হবে। গত মে মাসের ১৪ তারিখ নেপালের ইতিহাসে দুই দশকে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অস্থিরতার জন্য ১৯৯৭ সালের পরে আর কোনো স্থানীয় নির্বাচন হয়নি।
এনডিটিভি।
No comments:
Post a Comment