পানামার সাবেক সামরিক একনায়ক জেনারেল ম্যানুয়েল এন্তোনিও নরিয়েগা মারা গেছেন। তিনি ৮৩ বছর বয়সে মারা যান বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সম্প্রতি তার মস্তিষ্কে একটি সার্জারি করা হয়েছিলো বলে জানা গেছে। এর আগে, খুন, দুর্নীতি ও জালিয়াতির বিভিন্ন অভিযোগে তিনি কারাবাসে ছিলেন। গত জানুয়ারিতে অপারেশনের জন্য আদালত থেকে সাময়িক ছাড়া পান তিনি।
পানামার যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ম্যানুয়েল ডোমিনগুয়েজ এক বিবৃতিতে নরিয়েগার মৃত্যুর খবর জানান।
জানা গেছে, একসময়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের চর জেনারেল নরিয়েগার শাসনের (১৯৮৩-১৯৮৯) অবসান ঘটে দেশটিতে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের পর। নরিয়েগার শাসনকালকে পানামার অন্ধকার সময় বলে অভিহিত করা হয়। সে সময় শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করেন নরিয়েগা। নরিয়েগার পতনের মধ্য দিয়ে দেশটিতে তিন দশকের সামরিক শাসনের অবসান ঘটে।
এছাড়া যুক্তরাষ্ট্রে কারাবাসের পর নরিয়েগাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অর্থ পাচারের মামলায় তার সাজা হয়। ২০১১ সালে তাকে আবার ফেরত পাঠানো হয় পানামায়। দেশে এসে হত্যা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় নরিয়েগার ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিবিসি।
No comments:
Post a Comment