রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী হত্যা, গণধর্ষণের মত নৃশংসতার অভিযোগ তুলেছে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো। ৬ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে যাদের অনেকের বর্ণনায় উঠে এসেছে নৃশংসতার চিত্র। তাদের অনেকের শরীরে বুলেটের আঘাত ও নৃশংসতার চিহ্ন।
বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলোতেও সেগুলো উঠে আসছে। তবে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি জানেন না রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী কোনো নির্যাতন চালিয়েছেন কী না। মঙ্গলবার নাইপিদোতে আসেম সম্মেলনে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় সু চিকে। জবাবে তিনি বলেন, আমরা এটা বলতে পারবো না এটা হয়েছে কী হয়নি। সরকার হিসেবে আমাদের দায়িত্ব যে এটা যেন না হয়।
অং সান সু চির এনএলডি সরকার রোহিঙ্গা সংকটের জন্য কঠোর আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে। দশকের পর দশক ধরে সামরিক সরকারের অধীনে থাকার পরে বেসামরিক সরকার গঠিত হলেও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ সু চির হাতে নেই। রয়টার্স।
No comments:
Post a Comment