দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক পরাশক্তি দেশ ব্রাজিল।
ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকার সমন্বয়ে গড়া আন্তঃমহাদেশীয় অর্থনৈতিক ফোরাম BRICS (ব্রিক্স)-এর অন্যতম দেশ ব্রাজিল। দেশটিতে বর্তমানে প্রায় ৪ হাজার বাংলাদেশির বসবাস। বিগত বছরগুলোতে ভিন্নপথে তাদের এদেশে আগমন হলেও আসছে দিনগুলোতে বাংলাদেশি বৈধ জনশক্তির অপার সম্ভাবনার দুয়ার এই ব্রাজিল। RMG তথা বাংলাদেশের গার্মেন্টসের চমৎকার বাজার ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এখানে। বাংলাদেশ মেইড টি-শার্ট, শর্ট-পেন্ট সহ আরো বেশ কিছু আইটেমের ব্যাপক চাহিদা ব্রাজিলের বাজারে।
পাশের দেশ চিলি-বলিভিয়ার মতো ব্রাজিলেও বাংলাদেশ মেইড মেডিসিনের লাভজনক বাজার সৃষ্টি হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। বিশ্বের শীর্ষস্থানীয় সয়াবিন রফতানিকারক দেশ ব্রাজিল। গত সেশনে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চলে আসে দেশটি। ব্রাজিলীয় সয়াবিন বাংলাদেশেও যাচ্ছে, তবে বাংলাদেশের ব্যবসায়ীরা আরো বেশি চোখ-কান খুলে এগুলে অনেক বেশি লাভবান হবেন, একথা তারাও ভালো জানেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ ব্রাজিল। বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ধাতুর মধ্যে কপারের স্থান তিন নম্বরে। মিলিয়ন মিলিয়ন ডলারের ব্রাজিলীয় কপার রফতানী হচ্ছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে, যা কাজে লাগানো হয় আধুনিক শিল্পকারখানাগুলোতে।
ব্রাজিল এমন একটি দেশ যেখানে অফিস-আদালতে ইংরেজি ভাষার প্রচলন নেই বললেই চলে। বিশাল আয়তনের অপার সম্ভাবনার এই দেশে দূতাবাসের কর্মপরিধি বিস্তৃত করতে বেশ খানিকটা সময় নিতে হয়েছে এবং হচ্ছে, তবে সাফল্যের পথেই হাঁটছে।’’
সর্বোপরি যে সুদূরপ্রসারী টার্গেট নিয়ে ব্রাজিলে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ দূতাবাস, তা পূরণে ‘টিম ওয়ার্ক’ সুনিশ্চিত করতে হলে যত দ্রুত সম্ভব ব্রাসিলিয়াতে ১ জন করে কাউন্সিলর, ফার্স্ট সেক্রেটারি ও কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগ দেয়া অত্যাবশ্যক বলে মনে করছেন বিশ্লেষক মহল। উল্লেখ করা যেতে পারে, ব্রাজিল-বাংলাদেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্কন্নোয়নে ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস তথা বাংলাদেশ সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে বানিজ্যিক রাজধানী সাও পাওলাতে সাম্প্রতিককালে যাত্রা শুরু করেছে ব্রাজিল-বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিবিএফ)।
No comments:
Post a Comment