১২ নভেম্বরের মতো জনসমুদ্র আওয়ামী লীগ-বিএনপি কেউই এর আগে করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ১২ নভেম্বর বিএনপির যে সমাবেশ হয়েছে, তার চার ভাগের এক ভাগ লোক হয়েছে গতকাল আওয়ামী লীগের নাগরিক সমাবেশে। আর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক। এর আন্তর্জাতিক স্বীকৃতি লাভে আমাদের হিংসার কিছু নেই। একাত্তরের ৭ই মার্চে দেড় থেকে দুই লাখ মানুষ হয়েছিল। গতকাল হয়েছে ৫০ হাজার। এর জন্য চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রই যথেষ্ট ছিল।
তিনি বলেন, আদালতে দাঁড়িয়ে খালেদা জিয়া সরকারকে মাফ করেছেন, কিন্তু আমরা মাফ করিনি। আমরা বহুবার জেলে গিয়েছি। প্রয়োজনে আরো যাব। আপনারা যাতে অন্তত দেশে থাকতে পারেন সে সুযোগ রাখেন।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের এখন দাঁড়ানোর মতো পায়ের তলায় কোনো মাটি নেই। আর গণতন্ত্র উদ্ধার না হলে খালেদার পথচলাও থামবে না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা নেতা ও স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
No comments:
Post a Comment