ইয়েলো ফিভার বা হলুদ জ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে হিমসিম খাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
ভ্যাকসিনে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় মুখ থুবড়ে পড়েছে টিকাদান কর্মসূচি। তারপরও টিকা নেয়াকেই নিরাপদ বলছেন বিশেষজ্ঞরা। এনিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। ক্রমেই অবনতি ঘটছে ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলের "ইয়েলো ফিভার" পরিস্থিতির। সম্প্রতি দেশটিতে এই রোগে ৮৪৬ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে, যার মধ্যে মারা গেছে ২৬০ জন। আক্রান্ত ব্যক্তির তীব্র জ্বর মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হার্ট, লিভার ও কিডনি। কিন্তু রোগটির প্রতিরোধে এখন মুখ থুবড়ে পড়েছে সরকারের টিকাদান কর্মসূচী।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়িয়েছে, এই টিকা ব্যবহারের তেমন কার্যকারীতা নেই, উল্টো মৃত্যুঝুঁকি রয়েছে। ফলে ৬ সপ্তাহ আগে শুরু হওয়া টিকা দান কর্মসূচী ২০ ভাগ বাকি থাকতেই স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, এই ভ্যাকসিনের মারাত্নক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যার ঝুঁকি ইয়েলো ফিভারের থেকে কিছু কম নয়। তারপরও টিকা নেয়াই বেশি নিরাপদ বলে মত তাদের। স্থানীয় গণমাধ্যমের সহায়তায় ইয়েলো ফিভার প্রতিরোধে টিকার কার্যকারীতা ও গুরুত্ব বোঝাতে তৎপরতা চালাচ্ছে ব্রাজিল প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে প্রতিনিধিরা। বিজ্ঞানীদের দাবি, প্রতি ডোজের কমপক্ষে এক পঞ্চমাংশ অবশ্যই কার্যকরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জরুরি অবস্থায় ইয়েলো ফিভারের টিকার বিকল্প নেই।
No comments:
Post a Comment