Social Icons

Friday, July 1, 2016

ঘুরে আসুন জীব বৈচিত্র্যের দেশ কেনিয়া থেকে (পর্ব-৩)

চোখ ধাঁধানো চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ কেনিয়া। এটি বিখ্যাত সাভানা সাফারির জন্য। এখানে আছে মরুভূমি, আলপাইন তুষারপাত, বন আবার চমৎকার সমতল, নাইরোবি মহানগরী আর রঙ্গিন আদিবাসী সংস্কৃতি। আরও আছে স্বচ্ছ পানির লেক, কোরাল রিফ। বন্য পাণীদের সাফারিগুলো এখানকার মূল পর্যটক আকর্ষণ। কিন্তু এর পাশাপাশি আপনি কেনিয়া পর্বতে ট্রেকিং করতে পারবেন, ভারত মহাসাগর উপকূলে স্নোর কেলিং করতে পারবেন। কেনিয়ায় আকর্ষণ বহুমূখী। আসুন জেনে নিই তাদের কথা। আজ ৩য় পর্ব-
 
লেক নাকুরু ন্যাশনাল পার্ক
লেক নাকুরুর অবস্থান কেনিয়ার মধ্যভাগে। গোলাপি বকের ঝাক বিখ্যাত করেছে লেকটিকে। পার্কটি স্থাপিত হয় ১৯৬১ সালে। এখন পর্যন্ত এখানে ৪৫০ প্রজাতির পাখীর অস্তিত্ব রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিংহ, লেপার্ড, ওরথংস, ওয়াটারবাকস, পাইথনস এবং গন্ডার এই পার্কের আকর্ষণ বাড়িয়ে চলেছে সমান তালে। তৃণভূমি, লেক, পাথুরে ক্লিফ সব মিলিয়ে এক অভূরপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সমন্বয় এই পার্কটি।
 
আফ্রিকার সবচেয়ে বড় বন ইউফোরবিয়া ক্যান্ডেলাব্রাম এই পার্কের অংশ। বনের ভিন্ন প্রজাতির উঁচু গাছগুলো যোগ করেছে ওন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য্য যা সচরাচর দেখা যায় না।
 
লামু
মোম্বাসার কাছে অবস্থিত লামু একটি ছোট্ট দ্বীপ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই দ্বীপটি কেনিয়ার সবচেয়ে পুরাতন শহর। ১২ শতাব্দী থেকে এখানে জনমানুষের বাস। দ্বীপের বাড়িগুলো অনেক প্রাচীন আর এগুলোর স্থাপত্যে রয়েছে ইন্ডিয়া, ইউরোপ আর আরব বিশ্বের বৈশিষ্ঠ্য। সমুদ্র আর শহরের মেলবন্ধন যে কোন পর্যটককে মুগ্ধ করবে। বাড়িগুলোর গঠন তো ভিন্নই, প্রতিটা বাড়িতে পাবেন লুকানো উঠোন, বারান্দা। রাস্তায় পাবেন গাধার বাহন। এখানে গেলে লোকাল ক্যাফেতে কফি পান করতে ভুলবেন না যেন।
 
লেক নাইভাসা
পাখির স্বর্গরাজ্য এই লেক গ্রেট রিফ ভ্যালীর সর্বোচ্চ পয়েন্ট। এখানকার বণ্য জীবন দেখার জন্য সবচেয়ে ভাল বাহন হল নৌকা। ৪০০ এরও বেশী প্রজাতির পাখি রয়েছে এখানে। এর মধ্যে আছে আফ্রিকান ফিশ ঈগল। এছাড়া আছে হিপো, জিরাফ, জেব্রা , মহিষসহ আরও নানান জাতের প্রানী। গাছে গাছে দেখা মিলবে কলবাস বানরের। লেক নাইভাসা উত্তর উপকূলে এলস্মেরে কনভারসেশন সেন্টারে এক কাপ চা পান করতে পারেন, দেখতে পারেন 'বর্ন ফ্রি' এর লেখক জয় আডামসনের বাড়ি।
 
ক্রেটার লেক গেম স্যাকচুয়েরি
নাইভাসা লেকের কাছেই ক্রেটার লেক গেম স্যাকচুয়েরি অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে স্বাধীন্মত বিচরন্রত বন্য প্রাণীদের দেখতে পাবেন এখানে। দুইটি লেক এতই কাছাকাছি যে একই দিনে ভ্রমণ করতে পারবেন। কেনিয়ার অন্য সব পার্কের মতোই চমৎকার জীব বৈচিত্র উপভোগ করতে পারবেন এখানে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates