অবশ্য এ হিসাব ছবিটি মুক্তি পাওয়ার আগে স্যাটেলাইট সত্ত্বসহ অন্যান্য চুক্তির মাধ্যমে ২০০ কোটি রুপি আয়সহ না শুধু মুক্তির প্রথম দিনেই তা স্পষ্ট করা হয়নি ওই বিবৃতিতে।
তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে 'কাবালি' সিনেমা হল থেকে ৪২ কোটি রুপি আয় করেছে।
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, 'বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দেবে কাবালি।'
'কাবালি' নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত ছবিটি।
দুনিয়াজোড়া প্রায় ৫০০০ পর্দায় একসাথে মুক্তি পাওয়া 'কাবালি' গল্প বলে এক গ্যাংস্টারের যে কিনা নিরন্তর লড়ে যাচ্ছে মালেশিয়ায় তামিল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তেলেগু, তামিল, হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমায় রজনীকান্তের সাথে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে,কিশোর, দিনেশ, ধানসিকা, কালাইরাসান এবং উইন্সটন চাও।
'কাবালি'র মুক্তি ভারতে পরিণত হয়েছে একটি উৎসবে। 'থালাইভার'-এর ভক্তরা নানান কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে দিনটিকে। 'কাবালি'র মুক্তি উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছিলো চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের অধিকাংশ অফিসে। কোন কোন কোম্পানি তো 'কাবালি'র টিকিটও উপহার দিয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। সূত্র: ইকনোমিক টাইমস, খালিজ টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
No comments:
Post a Comment