জাপানের রাজধানী টোকিওতে হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। চলতি মাসে জাপানে এটি দ্বিতীয় ঘটনা। বৃহস্পতিবার দেশিটর সরকারি এক কর্মকর্তা একথা জানান।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫৩ মিনিটে জাপানের রাজধানীর উপকণ্ঠে নারিতা বিমানবন্দরে ফ্লাইট এইচএ ৪৪২ জরুরি অবতরণ করে। বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরা নগরী থেকে হনুলুলুতে যাচ্ছিল।
নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের এক কর্মকর্তা জানান, পাইলট বোয়িং ৭৬৭’র হাইড্রলিক ব্যবস্থার এক ধরনের অস্বাভাবিকতা দেখতে পান।
তিনি আরো জানান, জরুরিভাবে অবতরণ করা এ বিমানের ২৪৮ জন যাত্রী ও ক্রু সদস্যের কেউ আহত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা বলেন, কি কারণে বিমানটি জরুরি অবতরণ করলো তা স্পষ্ট জানা যায়নি।
এদিকে ঐ এয়ারলাইন্সের টোকিও অফিস তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
No comments:
Post a Comment