সরকার জঙ্গি নির্মূলে অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে সরকার জঙ্গি নির্মূলে অনেক দূর এগিয়ে গেছে।
সোমবার বিকালে সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী ফলদ বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একাত্তরের ঘাতকদের রক্ষা করতে যারা পরিকল্পিতভাবে জঙ্গি সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে সমগ্রজাতি আজ এক হয়েছে।
তিনি বলেন, দেশ জঙ্গীকে ব্র্যান্ডিং করার চক্রান্ত চালাচ্ছে। আমরা বলি জঙ্গিকে নয় স্বাস্থ্য সেবাকে ব্র্যান্ডিং করে দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করুন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান নিজে বাঁচার জন্য একসময় ঢাকার গাছ কেটে শেষ করেছেন। আর শেখ হাসিনা ক্ষমতায় এসেই বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সিরাজগঞ্জ বাজার স্টেশনে মুক্তির সোপানে জেলা প্রশাসন এবং কৃষি ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পাবনা বিভাগীয় বন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ওমর আলী।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বৃক্ষ বিতরণ এবং চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদত হোসেন সিদ্দিকী জনপ্রশাসন পদক পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment