ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে বন্দী স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।
দুপুর ১২টা পর্যন্ত দুই হাজার কারাবন্দী স্থানান্তর করা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে। ৮টি প্রিজন ভ্যানে করে পর্যায়ক্রমে বন্দীদের স্থানান্তর করা হচ্ছে।
স্থানান্তরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগার পর্যন্ত রাস্তার দুই পাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
আইজি (প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, 'ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনুমানিক আট হাজার বন্দী স্থানান্তর করা হচ্ছে। এদের মধ্যে যুদ্ধাপরাধী ও জঙ্গি অভিযোগে প্রায় দুই হাজার বন্দী আগেই পর্যায়ক্রমে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া নারী বন্দীদের ওখানে পাঠানো হয়েছে। বাকি ছয় হাজার বন্দী কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই বন্দী স্থানান্তরের কাজ শেষ হবে।'
কারা সূত্রে জানা যায়, র্যাব, পুলিশ, এপিবিএন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬০০ সদস্য বন্দী স্থানান্তর কাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও ৭০০ কারারক্ষী ও কারা গোয়েন্দা স্থানান্তর কাজে যুক্ত রয়েছেন।
কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দী ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার গত ১০ এপ্রিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments:
Post a Comment