রিও অলিম্পিকের মাত্র তিন সপ্তাহ আগে ব্রাজিলের ইসলামপন্থি গোষ্ঠী ‘আনসার আল খিলাফাহ ব্রাজিল’ ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য ঘোষণা করেছে জানার পর ব্রাজিল সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
মঙ্গলবার ব্রাজিলের গোয়েন্দা সংস্থা ব্রাজিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি (এবিআইএন) জানিয়েছে, রিও অলিম্পিককে সামনে রেখে তারা সব ধরনের হুমকি তদন্ত করে দেখছে।
ইন্টারনেটে জঙ্গিদের তৎপরতার পর্যবেক্ষণকারী এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, নিজেদের ‘আনসার আল খিলাফাহ ব্রাজিল’ পরিচয় দিয়ে একটি গোষ্ঠী রোববার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে জানিয়েছে, তারা আইএস নেতা আবু বকর আল বাগদাদির অনুসারি এবং তারা আইএসের প্রচার-প্রচারণা আরবি, ইংরেজি ও পর্তুগিজ ভাষায় প্রচার করছে।
গেল সপ্তায় ফ্রান্সের নিসে ট্রাক হামলার পর ব্রাজিল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা নিরাপত্তা কর্ডন, আরো সড়ক অবরোধ বসানো এবং অলিম্পিক উপলক্ষ্যে রিও ডি জেনেইরোতে আসা পর্যটকদের তল্লাশির আওতায় আনার পরিকল্পনা করছে।
সপ্তাহ শেষে ছুটির দিনগুলোতে পুলিশ ও সেনারা অলিম্পিক ভেন্যুর কাছে ও দীর্ঘ গাড়িচলাচল পথগুলোতে ড্রিলে অংশ নিয়েছে।
৫ অগাস্ট শুরু হতে যাওয়া অলিম্পিক গেমস উপলক্ষ্যে রিও ডি জেনেইরোতে পাঁচ লাখ বিদেশি পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে।
অপরিচিত একটি গোষ্ঠীর আইএসের আনুগত্য প্রকাশের বিষয়ে জানতে চাইলে এবিআইএন এক বিবৃতিতে বলে, “রিও ২০১৬ গেমসের সঙ্গে সম্পর্কিত সব হুমকি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হবে, এর মধ্যে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিতগুলোতে বিশেষ জোর দেওয়া হবে।”
গেল মাসে এবিআইএন নিশ্চিত করে জানিয়েছে, টেলিগ্রাম অ্যাপে একটি পর্তুগিজ একাউন্ট সনাক্ত করা হয়েছে যার মাধ্যমে আইএস সংক্রান্ত তথ্য বিনিময় করা হয়। তবে ব্রাজিলে হামলা চালানোর মতো কোনো হুমকি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment