ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে বৃহস্পতিবার সকালে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে একজনের মৃত্যু ও আরো ৫ জন আহত হয়েছে। হ্যানয় রাজধানী শহরের স্পেশাল হাই কমান্ডের অধীন তল্লাশী ও উদ্ধার বিভাগের প্রধান একথা জানিয়েছেন। হ্যানয়ের ফু জুয়েন এলাকার ডাং ভান ডাংয়ের একটি বাড়িতে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক খবরে দেখা গেছে শক্তিশালী বাতাসের আঘাতে ডাংয়ের একটি দোতলা বাড়ির রেলিং ধসে পড়ে। এতে একজনের প্রাণহানি ও অপর ৫ জন আহত হয়। তারা সকলেই একই পরিবারের সদস্য। স্থানীয় অনলাইন পত্রিকা হা নোই মোইয়ে বৃহস্পতিবার একথা বলা হয়। বুধবার রাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুনটি আঘাত হানে।
বৃহস্পতিবার ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটেওরোলোজিক্যাল ফোরকাস্টিং জানায়, এটি ২০১৬ সালের ভিয়েতনামে আঘাত হানা প্রথম ঝড়।
আঘাত হানার পর ঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। বাসস।
No comments:
Post a Comment