টোকিওতে অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হওয়ার পর স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন সেখানকার মেয়র। অবশেষে তার অবস্থানে নতুন ব্যক্তিকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এবারের নির্বাচনে সবচাইতে সম্ভাবনাময়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউরিকো কইকে, রাজনীতিবিদ হিরৌইয়া মাসুদা এবং সাংবাদিক সুনতারো তরিগোই। এদের মধ্যে নির্বাচিত ব্যক্তি হবেন ২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকের আয়োজক।
গত মাসে ইয়োচি মাসুজোয়ে পদত্যাগ করার পর রবিবার গভর্নর পদের জন্য নতুন করে নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
ব্যক্তিগত কাজে গভর্নরের অফিসিয়াল ফান্ডের টাকা ব্যবহারের অভিযোগ ছিল ইয়োচি মাসুজোয়ের বিরুদ্ধে। কিন্তু শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। এক পর্যায়ে সাংবাদিকদের এই সাবেক গভর্নর জানিয়েছিলেন, অর্থ কেলেঙ্কারির মত কিছু তিনি করেননি। তবে কার কার্যাবলী নৈতিকতা পরিপন্থী ছিল বলে স্বীকার করেন তিনি। পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার সমালোচনা করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এই গভর্নর। বিবিসি।
No comments:
Post a Comment