ভারত সরকার গালফ অঞ্চলে তাদের মিশনকে এসব অভুক্ত মানুষের পাশে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সৌদি আরবে অবস্থানরত ৩০ লাখ ভারতীয়কে তাদের সহকর্মী ভাই ও বোনকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। খবর টাইম অব ইন্ডিয়ার।
পররাষ্ট্রমন্ত্রী একাধিক টুইটবার্তায় রিয়াদে ভারতীয় দূতাবাসকে চাকরি হারানো এসব শ্রমিকদের রেশন সরবরাহ করার নির্দেশ দেন।
তিনি জানান, সৌদি আরব ও কুয়েতে তাদের শ্রমিকরা কাজ, মজুরিসহ নানা রকম সমস্যায় রয়েছেন।
সুষমা স্বরাজকে সৌদি আরবে অবস্থানরত এক ভারতীয় টুইট করে জানান, জেদ্দাতে গত তিন দিন ৮ শতাধিক ভারতীয় অভুক্ত। তিনি এসব মানুষের জীবন বাঁচাতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এরপরই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় নড়েচড়ে বসে। মন্ত্রী সুষমা স্বরাজ জানান, শুধুমাত্র ৮শ' নয়, দেশটিতে অন্তত ১০ হাজার শ্রমিক খাদ্য সংকটে নিদারুণ দিনাতিপাত করছেন।
এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংহ ইতিমধ্যে গালফ অঞ্চলের দেশগুলো সফরে রওনা হয়েছেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের একটি পর্যায়ে রয়েছেন বলেও জানিয়েছেন সুষমা স্বরাজ।
তিনি আশ্বাস দিয়ে বলেন, 'আমি সরাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছি। কোনো ভারতীয় সৌদি আরবে বেকার থাকবে না। তারা না খেয়েও মরবে না।'
সাধারণত সৌদি আরব ও কুয়েতে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শ্রমিকদের তারা কোনো পাওয়া পরিশোধ করে না।
No comments:
Post a Comment