মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। দলের জাতীয় কনভেনশনে উপস্থিত কয়েক হাজার ডেলিগেটের সামনে বক্তব্য রাখতে গিয়ে ওবামা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার নিজের চেয়ে যোগ্য প্রেসিডেন্ট হতে পারবেন হিলারি। এসময় তিনি রিপাবলিকানদের তীব্র সমালোচনা করেন।
ওবামা বলেন, গত সপ্তাহে রিপাবলিকান কনভেনশনে দেশের সমস্যাগুলো সমাধানের কোন উপায় বের করা হয়নি। বরং ঘৃণা, দোষারোপ ও ক্ষোভকে উস্কে দেয়া হয়েছে। কিন্তু ডেমোক্র্যাটরা সেই পথে হাটবে না। হিলারি সম্পর্কে ওবামা আরো বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমন একজন নেত্রী যার কাছে রয়েছে বাধা পার হওয়ার সত্যিকারের পরিকল্পনা এবং তিনিই পারেন প্রতিটি মার্কিন নাগরিকের জন্য সুযোগ-সুবিধার বৃত্তের প্রসার ঘটাতে। হিলারিকে আমেরিকার ‘পরবর্তী প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন ওবামা।
বুধবার রাতে ফিলাডেলফিয়ার ডেমোক্র্যাটিক দলের ন্যাশনাল কনভেনশন সেন্টারে দেয়া বক্তৃতায় ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই সেই হিলারি যাকে আমি চিনি। এই সেই হিলারি যার প্রশংসা করতে আমি এসেছি। এ কারণে আস্থার সঙ্গে আমি বলতে পারি- আমি কিংবা বিল ক্লিনটন কেউ না, এমনকি অন্য কোনো নারী-পুরুষই এই মুহুর্তে হিলারির চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে বেশি যোগ্য হবেন না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ওভাল অফিসের জন্য হিলারির চেয়ে আর কেউ বেশি উপযুক্ত নন। তিনি এমন এক মানুষ যিনি সবার কথা শোনেন, নিজেকে শান্ত রাখেন এবং সবাইকে সম্মানের চোখে দেখেন। আমেরিকান স্বপ্ন হলো এমন কিছু, যা কোনো দেয়াল (ডোনাল্ড ট্রাম্প) দ্বারা বাধাগ্রস্ত করা যাবে না।’ ওবামা বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে নির্মূল না হওয়া পর্যন্ত হিলারি ক্ষান্ত হবেন না। কোনো নির্যাতন কিংবা ধর্ম নিষদ্ধ না করেই তিনি এ কাজ সম্পন্ন করবেন এবং পরবর্তী কমান্ডার ইন-চিফ হতে তিনিই উপযুক্ত। ওবামা জোর দিয়ে বলেন, একারণেই হিলারিকে বিজয়ী করা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন জাতীয় নির্বাচনে লড়াই করবেন ট্রাম্প ও হিলারি।+++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment