Sunday, July 24, 2016
ইরানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
ইরানের উত্তরাঞ্চলে একটি পাহাড়ি সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কংক্রিট-নির্মিত বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরানের উত্তরাঞ্চলীয় আলবোর্জ প্রদেশের ট্রাফিক পুলিশ প্রধান রেজা আকবারি জানিয়েছেন, আজ (শনিবার) সকালে তেহরানের অদূরবর্তী কারাজ শহর থেকে উত্তর ইরানের চালুস যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা হয়। এ ঘটনার পর আহতদেরকে কারাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকবারি জানান, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছেন। উত্তর ইরানের মাজান্দারান প্রদেশের একটি লেভেলক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার একদিন পর আজকের এ সড়ক দুর্ঘটনা হলো। গতকালের দুর্ঘটনায় আক্রান্ত ট্রাকটির চালক মোবাইল ফোনে কথা বলছিল বলে ট্রেন আসার সিগন্যাল দেখতে পায়নি। ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ হতাহত হয়। সরকারের পক্ষ থেকে সড়ক ও মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নেয়া সত্ত্বেও এসব দুর্ঘটনা ঘটছে। খবর-রেতে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment