বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ অগাস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক।
রবিবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকলেও খালেদা জিয়া হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম আগামী ১০ অগাস্ট খালেদাসহ আসামিদের হাজির হতে নির্দেশ দেন।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
No comments:
Post a Comment