সাম্প্রতিক বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পরেও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, শরণার্থীদের সহায়তার নীতি থেকে তার দেশ সরবে না। তিনি বলেন, যারা মৃত্যুর হাত থেকে বেচে আশ্রয় নিতে এসেছে,তাদের সুরক্ষার অধিকার রয়েছে।
জার্মানিতে সাম্প্রতিক কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিল বিভিন্ন দেশ থেকে আসা আশ্রয়প্রত্যাশী। বাভারিয়ার আন্সবাখে রবিবার এক সিরীয় শরণার্থী আত্মঘাতী হামলা করে, সেখানে ১৪ জন আহত হয়েছে। এই হামলার পেছনে রয়েছে আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়া এক সিরীয় যে আইএসের কাছে আনুগত্য পোষণ করেছে। ১৮ জুলাই ট্রেনে কুড়াল নিয়ে হামলা চালানো যুবক আফগানিস্তান থেকে এসেছিল আশ্রয়ের আশায়।
এইসব হামলার প্রেক্ষিতে মেরকেল বলেন, যারা আশ্রয় পাওয়ার যোগ্য জার্মানি তাদের আশ্রয় দেয়ার নীতিতে অটল থাকবে। মেরকেল বলেন, জার্মানির পাশাপাশি ফ্রান্সের রুয়েন ও নিস হামলার কারণে আন্ত সাংস্কৃতিক ও ধর্মীয় ঘৃণা বৃদ্ধি পেয়েছে। বিবিসি।
No comments:
Post a Comment