বুধবার পাতো নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালে যোগ দেওয়ার খবর নিশ্চিত করে। দুই দলের কেউই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি।
ইনস্টাগ্রামে পাতো লিখেছেন, “ভিয়ারিয়ালের হয়ে ক্যারিয়ারের নতুন এই চ্যালেঞ্জ পেয়ে আমি খুব খুশি। অনেক চাওয়া ও রোমাঞ্চ নিয়ে আমি এখানে এসেছি।”
পাতো ২০০৭ সালে এসি মিলানে যোগ দেন; কিন্তু একের পর এক চোটের আঘাতে জ্বলে উঠতে পারেননি। পরে ২০১৩ সালে দেশের ক্লাব করিন্থিয়ান্সে যোগ দেন তিনি।
গত জানুয়ারিতে ধারে চেলসিতে যোগ দিলেও ইংলিশ ক্লাবটির হয়ে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পান পাতো। ২০১৫-১৬ মৌসুম শেষে করিন্থিয়ান্সে ফিরে যান ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। ইউরোপে আলো ছড়ানোর আরেকটি সুযোগ পেলেন জাতীয় দলের হয়ে ২৭টি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড।
গত মৌসুমে স্পেনের শীর্ষ লিগ লা লিগায় চতুর্থ হয়েছিল ভিয়ারিয়াল।
No comments:
Post a Comment