কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। রবিবার বিকেলে আদালত সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
অভিযানের পরে পুলিশ নিহত ৯ জঙ্গির রক্ত, চুল ও দাঁত সংগ্রহ করে। ডিএনএ আবেদনের অনুমতি চেয়ে পুলিশ আবেদন করে। মিরপুর পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আদালত জঙ্গিদের ডিএনএ নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার পরে নিহত ৫ জঙ্গি ও আরেকজন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিল আদালত। এদের ডিএনএন নমুনা অধিকতর পরীক্ষার জন্য এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments:
Post a Comment