কক্সবাজারের টেকনাফ শামলাপুর থেকে এক সৌদি নাগরিক ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও ) নেতা ও কক্সবাজার লিংক রোডস্থ ইমাম মুসলিম (রাঃ) ইসলামী সেন্টারের পরিচালক হাফেজ ছালাহুল ইসলামসহ চার জনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি ও শামলাপুর নতুনপাড়া এলাকার মাওলানা ছৈয়দ করিমের নিজ বাড়িতে তাদের আটক করা হয়।
ধৃত অপর তিনজন হচ্ছে সৌদি নাগরিক আবু ছালেহ্ আল গাদ্দানি, শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি মকবুল আলীর পুত্র মাওলানা ছৈয়দ করিম ও টাঙ্গাইলের হাবলাবিল পাড়ার মৃত আবদুল হামিদের পুত্র মো. ইব্রাহিম।
বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবি ও পুলিশ গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করেন।
ছৈয়দ করিম টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদের বেয়াই হন। ওই মাওলানা ছৈয়দ করিমের বাড়িতে দুই সৌদি নাগরিকসহ অন্যদের সঙ্গে গোপন বৈঠক হচ্ছিল। তাছাড়া দুই সৌদি নাগরিকের টেকনাফের শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিদর্শনের কথা ছিল। ঘটনাস্থলে দুইজন সৌদি নাগরিক থাকলেও অপর এক সৌদি নাগরিকসহ কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাহেদ ইকবাল। আটককৃত বিদেশী নাগরিক থেকে একটি সৌদি আরবের পার্সপোর্ট পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি হেফাজতে নেয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment