মুন্সীগঞ্জের শ্রীনগরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশপাশি সালিশে ধর্ষক নয়ন ঢালীকে (৪৫) প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাড়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ছাত্রীর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সালিশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, দুই স্ত্রী থাকার পরও পাড়াগাও গ্রামের নুরু ঢালীর ছেলে নয়ন ঢালী কয়েকদিন আগে প্রতিবেশী দরিদ্র এক কিশোরীকে ধর্ষণ করে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক নয়ন ঢালী পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার বিকালে ধর্ষকের বাড়িতে সালিশ বসে। এতে স্থানীয় ইউপি সদস্য লাভলু, মিজানুর রহমান রন্টু, জালাল মাতবর, মনির ঢালীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সালিশে ঘটনার সত্যতা পেয়ে সালিশকারীরা নয়ন ঢালীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তাকে প্রকাশ্যে ১০ বার জুতাপেটা করার রায় দেয়া হয়। নয়ন ঢালীর বড় ভাই জুতাপেটার রায় বাস্তবায়ন করেন।
তবে ওই ছাত্রীর বাবা জানান, এ ঘটনায় তার পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছে। সামাজিক ও লোক-লজ্জার ভয়ে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এখনও জরিমানার টাকা বুঝে পাননি বলেও জানান তিনি।
রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, এ ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে সমাজপতিদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment