এই পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদের ক্ষুদ্র জীবনে আমরা বড় কোন প্রাকৃতিক দূর্যোগের কারণে হয়া পরিবর্তনগুলো দেখতে পাই। কিন্তু পরিবর্তন চলছে সন্তর্পণে, সবার অগোচরে। সেই পরিবর্তনের প্রক্রিয়ার বয়স হয়ত হাজারো বছর। তাই নৃবিজ্ঞানের গবেষণায় উঠে আসে কিভাবে একটি বিশাল বন পরিণত হয় মরুভূমিতে, সমূদ্রে জেগে ওঠে বিশাল পর্বত, বসতিপূর্ণ দ্বীপমালা এমনভাবে ডুবে যায় যেন সেখানে কোনদিন কিছু ছিল না।
প্রকৃতির খেলা যেমন বিস্ময়কার তেমনি রোমাঞ্চকর। কখনো কখনো পরিবর্তন একটা জায়গাকে বদলে দিয়ে করে দেয় রুপকথার গল্পের মত সুন্দর। তেমনি একটি জায়গার কথা জানব আজ।
টুয়েল্ভ অ্যাপস্টেলস (12 Apostles), অস্ট্রেলিয়া। দক্ষিণ মহাসগরের ভিক্টোরিয়ার অপূর্ব সুন্দর উপত্যকায় এক সময় উল্লেখযোগ্যসংখ্যক শিলা স্ট্যাকের উথাণ ঘটে। একদিনে নয়। মূল ভুমিতে লাইমস্টোন ক্লিফগুলোর প্রতিনিয়ত ভাঙ্গনের কারণে ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে এই বিশাল পরিবর্তনের সৃষ্টি হয়। দক্ষিণ মহাসাগরের ঝড় আর তীব্র বাতাস নরম চুনাপাথরকে আঘাত করতে করতে সেখানে গুহার মত তৈরি করে ফেলে।
এই গুহাগুলোর ছাদ দিনে দিনে আরো মসৃণ আকার পেতে থাকে। সরু সরু হতে হতে একসময় ধ্বসে পড়ে এবং পরিণত হয় শিলা স্ট্যাক এ। এগুলোর কোনটার কোনটার উচ্চতা ৪৫ মিটার পর্যন্ত।
রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য টুয়েল্ভ অ্যাপস্টেলস একটি চমৎকার জায়গা। এখানে অবশ্যই সময় নিয়ে ভ্রমণ করুন। কারণ লাইমস্টোন ক্লিফের একটি মজার বিষয় হল এরা রঙ পরিবর্তন করে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত উপভোগ করুন রঙের মোহনীয় খেলা। সূর্য যখন মধ্য গণনে তখন এরা সোনালি হলুদ রঙ ধারণ করে।
কিভাবে যাবেন
টুয়েল্ভ অ্যাপস্টেলস এর জায়গাটি মেলবোর্ণের ২৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রেট ওশান রোড ধরে ৪ ঘন্টার একটি মনোমুগ্ধকর ড্রাইভ আপনাকে পৌছে দেবে এখানে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment