Social Icons

Friday, February 24, 2017

আয়ু বাড়াবে যেসব খাবার

মানুষ কিভাবে দীর্ঘজীবী হতে পারে কিংবা কিভাবে তারা রোগ প্রতিরোধ করতে পারে সে বিষয়ে গবেষণার শেষ নেই। পশ্চিমা দেশেগুলোতে বিষয়টি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং চিকিৎসাশাস্ত্রে নানা গবেষণা হচ্ছে।
 
লন্ডনের ইমপেরিয়াল কলেজের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন ৮০০ গ্রাম নানা ধরনের ফল এবং সবজি খাওয়া হলে দীর্ঘজীবী হবার সম্ভাবনা বাড়ে।
 
তবে ৮০০ গ্রাম ফল এবং সবজি একবারে না খেয়ে দিনে ১০বার ভাগ করে খেতে হবে। সেজন্য প্রতিবার ৮০গ্রাম করে বিভিন্ন ধরনের ফল এবং সবজি খেতে হবে।
 
গবেষকদের দাবি, এভাবে খাদ্যাভ্যাস গড়ে তুললে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ অপরিণত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।
গবেষকরা বলছেন, এমন কিছু ফল এবং সবজি আছে যেগুলো খেলে ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধ করা যায়।
 
এ গবেষণার উপসংহারে পৌঁছানের জন্য ৯৫টি আলাদা গবেষণার তথ্য-উপাত্তকে একত্রিত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের খাদ্যাভাসের চিত্র উঠে এসেছে।
 
সবুজ শাক-সবজি, হলুদ রংয়ের সবজি - বিশেষ করে ক্যাপসিকাম এবং ফুলকপি-বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে বলে গবেষকরা বলছেন।
 
হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপেল, নাশপাতি, লেবু জাতীয় ফল, সালাদ, সবুজ পাতার শাক বেশ কার্যকরী হতে পারে বলে বলে গবেষকরা বলছেন।
 
তবে প্রতিদিন ৮০০ গ্রামের বেশি ফল এবং সবজি খেলে স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকার হবে কি না সে বিষয়ে গবেষকরা নিশ্চিত নয়।কিন্তু বেশিরভাগ মানুষ এর অর্ধেক পরিমাণ অর্থাৎ ৪০০ গ্রাম ফল এবং সবজি খেতে পারেন না । বিবিসি

ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার।
 
এ নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটি এলো বাংলাদেশে। ২০১৫ সালে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজুর রহমান জিতেছিলেন এই ওয়েবসাইটটির পুরস্কার। এবার মুস্তাফিজের পথ ধরে জিতলেন মিরাজ।
 
১৯ বছর বয়সী মিরাজের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে। অভিষেক টেস্টেই বল হাতে জাদু দেখান এই অলরাউন্ডার। ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্টে মিরাজ তুলে নেন ৭ উইকেট। পরের টেস্টে মিরাজকে পাওয়া যায় আরও বিধ্বংসী রূপে। ওই ম্যাচে তার শিকার ছিল ১২ উইকেট। তার এই পারফরম্যান্সকে ‘সবার চেয়ে সেরা’ হিসেবে মূল্যায়ন করেছেন ‘ক্রিকইনফো’-এর বিচারকরা।
 
ক্যারিয়ারের প্রথম টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স মিরাজকে এনে দিয়েছে ‘ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। ভারতের জসপ্রিৎ বুমরাহ, ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ার, দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুকের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন মিরাজ। ক্রিকইনফো।

পরিবারের ডিএনএ নমুনা ছাড়া ন্যামের লাশ হস্তান্তর নয়: মালয়েশিয়া

উত্তর কোরিয়ার অনুরোধ সত্ত্বেও কিম জং ন্যামের লাশ ফেরত দেয়নি মালয়েশিয়া। দেশটির কর্মকর্তারা বলছে, নিহত ব্যক্তির পরিবারের কেউ ডিএনএ নমুনা দিয়ে শনাক্ত করার পরই কেবল লাশ নিতে পারবেন। 
 
মালয়েশিয়া পুলিশ আজ শুক্রবার জানায়, কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের হত্যাকাণ্ডে গন্ধহীন, বিস্বাদ ও উচ্চমাত্রায় বিষাক্ত নার্ভ এজেন্ট ভিএক্স ব্যবহার করা হয়। যেটিকে জাতিসংঘ ‘গণবিধ্বংসী মারণাস্ত্র’ হিসেবে চিহ্নিত করেছে ।
 
দ. কোরিয়ার বিশেষজ্ঞরা শুক্রবার জানান, উ. কোরিয়ার ভিএক্সসহ কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টনের ব্যাপক রাসায়নিক অস্ত্রভাণ্ডার রয়েছে।
 
মালয়েশিয়া পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিমানবন্দরে ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন জং ন্যাম। এ সময় দুই নারী তার মুখমন্ডলে বিষাক্ত উপাদান স্প্রে করেন। এ কারণেই তার মৃত্যু হয়। তারপর থেকে ন্যামের মরদেহ দেশটির এক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 
 
পুলিশ বলছে, জং ন্যামের চোখ ও মুখমণ্ডল থেকে সংগৃহীত নমুনায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামের উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
 
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেছেন, জং ন্যামের মৃত্যুর কারণ নিশ্চিত হতে সংগৃহীত অন্যান্য নমুনাও পরীক্ষা করা হচ্ছে। এএফপি।

লিবিয়ায় জাহাজের কন্টেইনারে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ

লিবিয়ায় ইউরোপগামী একটি জাহাজের কন্টেইনার থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ ও জীবিত ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে। কন্টেইনারের মধ্যে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার ত্রাণ কর্মকর্তারা একথা জানান।
 
লিবিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) তাদের ওয়েবসাইটে জানায়, আফ্রিকান এসব অভিবাসন প্রত্যাশী ‘চারদিন’ ধরে ওই কন্টেইনারে আটকা পড়া অবস্থায় ছিল।
 
সেখান থেকে জীবিত উদ্ধার করা কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।
 
লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মাদ আল-মিসরাতি এএফপিকে বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় শহর খোমস থেকে মঙ্গলবার এসব অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। 

বাসস।

জার্মানির আশ্রয় চাইলো ১৩৬ তুর্কি কূটনীতিক

তুরস্কে গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট উৎখাতে অভ্যুত্থানের পর অন্তত ১৩৬ জন তুর্কি পাসপোর্টধারী কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছে।
 
জার্মানির সংবাদমাধ্যমের বরাতে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত আশ্রয়প্রার্থীরা তাদের আবেদন পেশ করে।
 
তবে ইতোমধ্যে কোন সামরিক কর্মকর্তাকে আশ্রয় না দিতে জার্মানিকে অনুরোধ জানিয়েছে তুরস্ক। এদের কেউ কেউ জার্মানিতে ন্যাটোর হয়ে কাজে রয়েছেন বলে ধারণা করছে তুর্কি সরকার।
 
এছাড়া, গ্রীসেও দুইজন তুর্কি সেনার আশ্রয় প্রার্থনার খবর পাওয়া গেছে। দেশটির কমান্ডো রিপোর্ট বলছে, এই যুগল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। বর্তমানে গ্রীস পুলিশের হেফাজতে থাকা এই দুই তুর্কি সেনা গত সপ্তাহে তুরস্কের কাছাকাছি গ্রীসের ছোট্ট সীমান্ত শহর ওরেসটিয়াদাতে আশ্রয়ের জন্য আবেদন করেন।
 
গত মাসে গ্রিকের এক আদালত অভ্যুত্থানের সময় দেশটিতে পালিয়ে যাওয়া আট তুর্কি সেনাকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে। যদিও তুরস্ক তাৎক্ষণিক এর বিরদ্ধে আপিল করে।
 
তাছাড়া, জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পরিবারসহ আশ্রয়প্রার্থী এই ১৩৬ তুর্কি কূটনীতিককে চিহ্নিত করতে পারেনি। তবে এটা স্পষ্ট যে তাদের কারো আবেদনই এখনো মঞ্জুর হয়নি।

 বিবিসি।

Wednesday, February 15, 2017

হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের গাজায় হামাস দল তাদের নেতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচন করেছে। ইসরায়েলের কারাগারে ২০ বছরেরও বেশী সময় ধরে বন্দী থাকার পর ২০১১ সালে তিনি মুক্তি পান। দলের মধ্যকার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে তাকে নতুন নেতা হিসেবে গ্রহণ করা হয়। 

এর ফলে তিনি হামাসের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা পালন করবেন। ফিলিস্তিনের একজন রাজনীতি বিশারদ হানি হাবিব এ বিষয়ে বলেছেন, সিনওয়ারের এই বিজয় ইসরায়েলের প্রতি একটি হুশিয়ারি। অপরদিকে দেশটির ক্ষমতাসীন দল ফাতাহের নেতা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে স্থগিত আলোচনাকে পুনরায় শুরু করার একটি সুযোগ দেবে এই নির্বাচন। সূত্র: আল-জাজিরা

পর্যটকবাহী বাস উল্টে তাইওয়ানে নিহত ৩২


তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের নিকটে একটি পর্যটকবাহী বাস উল্টে ৩২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে বেশীর লোকই বয়স্ক। বাসটি তাইচাং থেকে ভ্রমণ শেষে ফেরত আসছিল।  

তাইওয়ানকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। তবে সমালোচকদের মতে তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা উচিত। বাসটিতে কোন বিদেশী নাগরিক ছিল না বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে বিতর্ক জোরদারের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। মার্কিন কোনো প্রেসিডেন্টের দফতর থেকে এত তাড়াতাড়ি বড়মাপের কোনো কর্মকর্তার পদত্যাগের ঘটনা এটিই প্রথম। দায়িত্ব নেওয়ার পর মাস না পেরোতেই এ ঘটনাকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় হোঁচট হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেক বিশ্লেষক এর সঙ্গে ওয়াটারগেট কেলেঙ্কারির মিল দেখতে পাচ্ছেন। বিবিসি, আলজাজিরা। 
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ফ্লিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ? দেওয়ারও অভিযোগ রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। এ নিয়ে আলোচনার মধে?্যই গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে মাইকেল ফ্লিনের পদত?্যাগের খবর নিশ্চিত করা হল।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই জাস্টিস ডিপার্টমেন্ট ফ্লিনের রুশ যোগাযোগ নিয়ে হোয়াইট হাউসকে সতর্ক করে দিয়েছিল। বলা হয়েছিল, ফ্লিন রাশিয়ার ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।
ডেমোক্র্যাট নেতারা তখন ফ্লিনের অপসারণ দাবি করলেও ফ্লিন নিষেধাজ্ঞা নিয়ে রুশ দূতের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও পরে ফ্লিনের পক্ষ নিয়ে কথা বলেন।
এ নিয়ে বিতর্কের মধে? হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার গত সোমবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিষয়টি পর্যালোচনা করছেন। ফ্লিনের সঙ্গে পেন্সের কী কথা হয়েছে, তাও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে জেনেছেন।
গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে ফ্লিন নিষেধাজ্ঞা প্রশ্নে আলোচনা করেছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে খতিয়ে দেখবেন। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা ও মার্কিন গোয়েন্দাদের কেউ কেউ এ ব্যাপারে এফবিআইকে দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান। পদত?্যাগপত্রে ফ্লিন লিখেছেন, রাশিয়ার দূতের সঙ্গে তার টেলিফোন আলাপের বিষয়ে ‘অসম্পূর্ণ তথ?্য’ দেওয়া হয়েছিল, তবে সেটা ‘ইচ্ছাকৃত নয়’। 
হোয়াইট হাউস জানিয়েছে, মাইকেল ফ্লিনের পদত?্যাগের ফলে আপাতত জেনারেল কিথ কেলগ ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব চালিয়ে নেবেন। ৭২ বছর বয়সী কেলগ ওহাইও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ৩৬ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

Tuesday, February 14, 2017

জাকার্তায় গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হল গভর্নর নির্বাচনের জন্য ভোট গ্রহণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে গত ৫০ বছর পর প্রথমবারের মত খ্রিস্টান এক ব্যক্তিকে জাকার্তার গভর্নর হিসেবে নির্বাচন করার পর এই নির্বাচনের আগে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। শেষ পর্যন্ত মামলাটি আদালতে প্রমাণিত না হলেও নির্বাচনে তার দারুণ প্রভাব পড়েছে বলে জানায় বিবিসি।

বিবিসি প্রতিবেদনে আরো জানানো হয়, নির্বাচনের ফলাফল যাই হোকনা কেন, সেখানে ধর্ম অবমাননা ইস্যুটি বেশ বড় করে প্রচারণা পেয়েছে। আর সে কারণেই শুরুতে বেশ এগিয়ে থাকা গতবারের গভর্নর বাসুকি তাঝাজা পূর্নামা পিছিয়ে আছেন। 'অহক' নামে পরিচিত এই গভর্নরের আবারো নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু ধর্ম অবমাননা ইস্যুটির কারণে তার জনপ্রিয়তায় ভাঁটা পরে।
আজ বুধবার জাকার্তার প্রায় ১ কোটি ভোটার গভর্নর নির্বাচনে অংশ নেবে। বিবিসি।

Sunday, February 12, 2017

যুক্তরাট্রের বদলে ব্রাজিলে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া হবে -প্রেসিডেন্ট মিচেল তেমের


ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমের বলেছেন যুক্তরাট্রের বদলে ব্রাজিলে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া হবে। ইতি মধ্যে  সিরীয় শরণার্থী ছাড়াও বিভিন্ন দেশ থেকে স্থল পথে ,আর্জেন্টিনা ,উরুগুয়ে ,প্যারাগুয়ে ,ভেনিজুয়েলা ,গায়েনা,হয়ে প্রায় ১ লক্ষ লোক ব্রাজিলে প্রবেশ করেছে। ব্রাজিল সরকার তাদের ওয়ার্ক পারমিট দিয়ে ব্রাজিলের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিয়েছে। সকল শরণার্থী এখন ব্রাজিলের সব ধরণের সুবিধা পাচ্ছে। গত তিন মাসে নতুন করে আরো অনেক শরণার্থী আবেদন জমা পড়েছে। খুব শীঘ্রই তাদের ব্রাজিলের সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে। ব্রাজিলিয়া পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন প্রেসিডেন্ট মিচেল তেমের।

আফ্রো-এশিয়ার দ্বন্দ্ব-সংঘাত ও যুদ্ধ-বিক্ষত রাষ্ট্রসমূহের অসহায় মানুষগুলো পার্শ্ববর্তী ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রসমূহে আশ্রয় লাভ করলেও শেষপর্যন্ত সে দেশগুলোর নানা সমস্যার কারণে ইউরোপ , আমেরিকা ,দক্ষিণ আমেরিকা পাড়ি জমাতে বাধ্য হয়েছে। সার্বজনীন মানবাধিকারের মূলনীতিতে ঐ ভাগ্যান্বেষী নিরীহ আদমসন্তানদের সমস্যা সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও তারা নানামুখী অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছে এবং এভাবে ‘ইউরোপ, আমেরিকা ,দক্ষিণ আমেরিকা শরণার্থী সংকট’ বর্তমানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে।

ব্রাজিলের স্থল পথে ইমিগ্রেশন যাতে শরণার্থীদের কোনো রকম বাধা না দেয় সে দিকে নজর রাখছে ব্রাজিল সরকার।  শরণার্থীরা  ব্রাজিলের শান্তি ও উন্নয়নে অবদান রাখবে বলে মনে করেন প্রেসিডেন্ট মিচেল তেমের 

হিটলারকে দেখা গেছে, অস্ট্রিয়ায় চাঞ্চল্য!

হিটলারের জন্মস্থান অস্ট্রিয়ার একটি শহরে, যার নাম ব্রাউনাউ আম ইন। এ শহরের একটি বাড়িতে হিটলার জন্মগ্রহণ করেন।  তবে সম্প্রতি হুবহু হিটলারের মতো দেখতে এক ব্যক্তিকে সে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার হিটলারের মতোই গোঁফ, চুলের ছাঁট ও পোশাক রয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমনকি স্থানীয় এক ব‌্যক্তি নিজের ফেইসবুক পেইজে ওই ব‌্যক্তির পাশে দাঁড়ানো একটি ছবিও প্রকাশ করেছে। ।  তবে হিটলারের মতো পোশাক পরা এক ব‌্যক্তি তার জন্মস্থানের আশপাশে ‘হিটলার’ সেজে প্রকাশ‌্যে ঘুরে বেড়াচ্ছে, এমন খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত শুরু করেছে অস্ট্রীয় কর্তৃপক্ষ।  অস্ট্রিয়ার আইন প্রয়োগকারী সংস্থাও এক ব‌্যক্তির ‘হিটলার’ সেজে ঘুরে বেড়ানোর খবরটি নিশ্চিত করেছেন।  ধারণা করা হচ্ছে, ওই ব‌্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ‌্যে।  খবরে প্রকাশ, শেষবার তাকে স্থানীয় বইয়ের দোকানগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত সাময়িকীগুলো নাড়াচাড়া করতে দেখা গেছে। এছাড়া স্থানীয় পানশালায় তিনি নিজেকে ‘হ‌্যারল্ড হিটলার’ বলে পরিচয় দিয়েছেন।  অনলাইনে হিটলার যে বাড়িতে ১৮৮৯ সালে জন্মেছিলেন তার সামনে দাঁড়ানো হ‌্যারল্ড হিটলারের একটি ছবিও পাওয়া গেছে।  অস্ট্রিয়ার আইন অনুযায়ী হিটলার বা নাৎসিদের মহামান্বিত করা একটি অপরাধ।  অস্ট্রিয়ায় যে বাড়িটিতে হিটলার জন্মেছিলেন, সে বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। অস্ট্রিয়ার সরকার সম্প্রতি জানিয়েছে হিটলার যে বাড়িতে জন্মেছিলেন সেই বাড়িটি তারা নিজেদের 'দখলে' নেবে। অস্ট্রিয়া সরকার বলছে, বাড়িটি নাৎসী সমর্থকদের পীঠস্থান হয়ে ওঠা ঠেকাতেই তাদের এই পদক্ষেপ।  এই বাড়ি যেভাবে নব্য নাৎসীবাদীদের পূণ্যস্থান হয়ে উঠেছে তাতে উদ্বিগ্ন অস্ট্রিয়া সরকার বলছে গত বেশ কয়েক বছর ধরে তারা কীভাবে এর মোকাবেলা করা যায় তা বিবেচনা করছিলেন।  ১৯৭২ সালে দেশটির সরকার বাড়ির মালিকের কাছ থেকে বাড়িটি ইজারা নেন এবং বহু বছর বাড়িটি প্রতিবন্ধীদের দেখাশোনার একটি কেন্দ্র হিসাবে ব্যবহার হয়েছে। ডিসেম্বরে অস্ট্রীয় পার্ল‌ামেন্ট তিনতলা এই বাড়িটি কিনে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। বাড়িটির ব‌্যবহার নিয়ন্ত্রণ করতে ১৯৭২ সাল থেকে বাড়িটি ভাড়া নিয়ে রেখেছে অস্ট্রীয় সরকার। সূত্র : দ্য সান।

জার্মানির নতুন প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমেয়ার

জার্মানির প্রেসিডেন্ট হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারকেই বেছে নিল দেশটির আইনসভা। ৬১ বছর বয়সী সোশাল ডেমোক্রেট নেতা স্টেইনমেয়ার বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।

প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর ভাবা হচ্ছে, স্টেইনমেয়ার জার্মানিকে বিশ্বের দরবারে আদর্শিকভাবে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। যদিও গত মার্কিন নির্বাচনের প্রচারণাকালীন মুহুর্তে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। সাবেক জার্মান এই আইনজীবী ট্রাম্পকে ‘ঘৃণা প্রচারক’ হিসেবে উল্লেখ করতেও ছাড়েন নি।
ভীতু রাজনীতিবিদদের সমালোচনাকারী এই নেতা মানুষের অধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার হয়ে কথা বলেন। বার্লিন পার্লামেন্টের ফেডারেল এসেম্বলি অধিবেশনে স্টেইনমেয়ারকে নির্বাচন করেন সদস্যরা। এতে তিনি মোট ১২৬০ ভোট থেকে ৯৩১ ভোট পান। এসময় জার্মানির ১৬টি প্রদেশের আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, ওয়াল্টার স্টেইনমেয়ার দুই মেয়াদে প্রায় ৮ বছর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসি।

Saturday, February 11, 2017

মুসলিম নিষিদ্ধে নতুন পরিকল্পনা ট্রাম্পের

মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের পথে থাকা এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে ঝটিকা সাক্ষাতে তিনি এ আভাস দেন।

সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি নতুন নির্বাহী আদেশের কথা ভাবছেন তিনি, যা সোম বা মঙ্গলবারের মধ্যে জারি করা হতে পারে। খবর বিবিসি, রয়টার্সের।

চার মাসের জন্য শরণার্থী গ্রহণ স্থগিত করে গত ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এতে তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্পের এ আদেশ চ্যালেঞ্জ করা হলে সিয়াটলের একটি আদালত নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। পরে ট্রাম্প প্রশাসন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত বৃহস্পতিবার ফেডারেল আপিল কোর্টের তিন বিচারকের প্যানেলও তা খারিজ করে দেন।

আপিল খারিজ হবার পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'আদালতে দেখে নেব। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।'

কিন্তু নতুন করে তিনি সাংবদিকদের বলেন, 'আমরা সন্দেহাতীতভাবে এ লড়াইয়ে জিতব। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল, এতে কিছু বেশি সময় লাগছে। তবে একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করাসহ আরও অনেক পথই আমাদের সামনে খোলা আছে।'

নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে স্পষ্ট কিছু না বললেও আগের আদেশের খুব সামান্যই পরিবর্তিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেডারেল কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে আপাতত তারা কোনো পরিকল্পনা করছেন না।

তবে সক্রিয়ভাবেই পুরনো আদেশে পরিবর্তন অথবা নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যেটি আমেরিকাকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখবে বলে মনে করছে হোয়াইট হাউস।

একই সঙ্গে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি সুপ্রিম কোর্টে না নিয়ে বিচার ব্যবস্থায় আর কি কি বিকল্প রয়েছে তাও খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন।

যে কারণে বুকে ব্যথা হয়

শরীরের একটি গুরুতর রোগের নাম হলো বুক ব্যথা। বুকে ব্যথা বলতে কাঁধ এবং পাঁজরের নিচ পর্যন্ত অংশের ব্যথাকে বোঝায়। অনেক সময় হৃদয় জনিত সমস্যার ইঙ্গিত দেয় বুক ব্যথা। 
  
বিশেষজ্ঞদের মতে, বুক ব্যথার  কারণ তদন্ত বা পরীক্ষা করা ছাড়া নির্ণয় করা সম্ভব না। 
  
বুক ব্যথার সাধারণ কারণ হলো এসিডিটি। এছাড়া হৃদরোগ, বা ফুসফুসের সমস্যা থেকেও বুকে ব্যথা হয়। 
  
বুকের মাঝখানে, ডান বা বাম দিকে যদি ব্যথা শুরু হয়, এরসঙ্গে অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, ঘাড়ে ব্যথা এবং বমি ভাব অনুভূতি হয়, দেরি না করে অবিলম্বে ডাক্তারি পরামর্শ নিন। নইলে কিন্তু বিপদ! তাই আমাদের বুক ব্যথার কারণগুলো জানা প্রয়োজন। 
  
বুক ব্যথার কয়েকটি কারণ নিম্নে আলোচনা করা হলো : 
  
চিন্তা : অতিরিক্ত চিন্তা থেকেও বুকে ব্যথা হতে পারে। যখন ধমনীতে রক্তচাপের মাত্রা বৃদ্ধি পায়, যা ফুসফুসে রক্ত বহন করে। এ কারণে বুক ব্যথার হতে পারে। 
  
এনজিনা : গবেষকরা জানান, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহে ঘাটতি দেখা দিলে বুকে এক ধরনের ব্যথা অনুভূত হয়, যাকে এনজিনা বলা হয়। যে কোনো ব্যক্তি এনজিনাতে ভুগতে পারে, স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য এবং তা নির্ভর করে তার হৃদরোগের ধরনের ওপর। এই ক্ষেত্রে, বুকের ব্যথা কাঁধ অঞ্চলে অনুভূত হয় এবং এই ব্যথা হাত ও পা পর্যন্ত ছড়াতে পারে। 
  
অম্লতা : গ্যাস্ট্রোফাগিয়েল রিফ্লাক্স ডিজিজ থেকেও বুক ব্যথা হতে পারে। অম্লতা বা বুকে জ্বালা ব্যথার একটি সাধারণ কারণ, এর সঙ্গে বারবার ঢেঁকুর তোলা, বুক ভার ও কাঁধ অঞ্চলেও ব্যথা অনুভব হতে পারে। 
  
ফুসফুসের সমস্যা : ফুসফুসের সমস্যায় বুকে ব্যথা হতে পারে। পালমোনারি এম্বোলিজম একটি ফুসফুসের ব্যাধি। যেখানে ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধে, ফুসফুসের টিস্যুতে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে এবং এইভাবে বুকের ব্যথা ঘটায়। 
  
অতিরিক্ত চাপ : শরীর যখন চাপের মধ্যে থাকে, তখন হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্তচাপ দ্রুত হয়। এভাবে সংবহনতন্ত্র প্রভাবিত করে, ফলে বুকে ব্যথা হয়ে থাকে। 
  
বিষণ্নতা : আপনি যখন বিষণ্নতায় থাকেন তখন হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং দ্রুত রক্ত প্রবাহিত হয়। যার ফলে হঠাৎ বুক ব্যথা  শুরু হয়। 
  
অতিরিক্ত পরিশ্রম : শরীর যখন বিপাকীয় প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন পায় না, পেশী এবং অঙ্গের ওপর পরিশ্রমের প্রতিফলন ঘটে। এই পরিশ্রম বুকের অঞ্চলে প্রভাব ফেলে বুকের ব্যথার কারণ হয়ে ওঠে।  
  
ইনজুরি : পাঁজরে, পেশী বা বক্ষ প্রাচীরে আঘাত লাগলেও বুকে ব্যথা হয়ে পারে। এ ধরনের বুকে ব্যথা সাধারণত স্থির হয়ে থাকে যা ওষুধের মাধ্যমে সারিয়ে তোলা যেতে পারে।

ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের ‘সাপের দ্বীপ’


সাপের দ্বীপে সাপের রাজ্য। দীর্ঘ ২০ মাইলের দীর্ঘ দীপজুড়ে কেবল সাপ আর সাপ। এক দুটি নয় চার চার হাজার সাপের বিশাল এক দল। দীপটিতে নিজেদের রাজ্য গড়ে তুলেছে।
দীপটিতে কোনো মানুষ নেই, নেই কোনো বসতি। দ্বীপের চারিপাশে শুধু  সাপের বিচরণ। আর সে কারণেই দ্বীপটির নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ।
 দ্বীপটিরর কেতাবি নামও রয়েছে। ‘লা দ্য কুইমাদ‍া গ্রানাদে’ নামে দ্বীপটি প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ।  দ্বীপটি অবস্থিত আমাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র উপকূলে।
সাও পাওলো উপকূলে সোনালী তীক্ষ্ম আকৃতির মাথা সদৃশ এই সাপের ‍বসবাস। বোথরোপস ইনসুলারিস নামের এই সাপ কেবল এ অঞ্চলেই বাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় ৫ গুণ বেশি। এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবেও স্বীকৃত।
এরা আকাশে উড়ন্ত পাখিকে ছো মেরে বিষের সাহায্যে নিস্তেজ করে আহার মিটিয়ে থাকে। এদের বিষ এতোই ভয়ানক যে, মানুষের মাংসকে মুহূর্তে গলিয়ে ফেলতে পারে।
কথাগুলো

রূপকথার মতো মনে হলেও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। অনেকেই  বোকামি করে এর আগে ওই এলাকায় গিয়েছিলেন।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার কর্তৃক ভয়ানক বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রাজ্যের বাসিন্দাদের।
বোথরোপস ইনসুলারিস দেখতে উজ্জ্বল হলুদাভ ও বাদামী বর্ণের। এরা গড়ে ২৮ ইঞ্চি এবং সর্বোচ্চ ৪৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
এদের মাথা তীক্ষ্ম আকৃতির। একে লানচিহেড ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশির ভাগ মানুষের মৃত্যুর কারণ এই সাপ।
এরা সাধারণত পাখি খায়। তবে টিকিটিকিও এদের অন্যতম খাবার। এমনকি এরা অন্য ‍সাপও ভক্ষণ করে।
সাও পাওলোর সমুদ্র ঘেঁষা অপরূপ সৌন্দর্যের দ্বীপটির আকৃতি ৪ দশমিক ৬ মিলিয়ন বর্গফুট। এই প্রজাতির সাপ এই দ্বীপটিতেই বাস করে। সাপের রাজ্যে মানুষের বসবাস না থাকলেও প্রতিবছর সাপের ওপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীকে অবশ্য সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়।
মনে করা হয়, বিষধর সাপেররাজ্যেও নিয়মিত বন্যপ্রাণী শিকারীদের আগমন ঘটে থাকে।
তারা জানিয়েছে, লিচেনহেডের বিষ মহামূল্যবান। বাজারে এর দাম প্রায় সাড়ে ১৭ হাজার পাউন্ড। এসব সাপ অবলুপ্তির পেছনে এটাও একটা বড় ‍কারণ।
প্রচলিত রয়েছে, প্রায় ১১ হাজার বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপ বিচ্ছন্ন হয়ে যায়। তখন এই বিষধর সাপ এই দ্বীপে চলে আসে।  এ সাপের কামড়ে একজন মানুষের সাত শতাংশ মৃত্যুর সম্ভাবনা থাকে।
এই দ্বীপ নিয়ে আরেক রহস্যময় জেলের গল্প। সেই জেলে তার  নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এই দ্বীপে নৌকা ভিড়িয়েছিলেন।
কিন্তু  ততক্ষণে জেলেকে অভ্যর্থনা জানাতে ওঁৎপেতে ছিল লিচেনহেডরা। পরে সাপের দংশনে নৌকায় তার লাশ পাওয়া যায়।
 
একচ্ছত্র আধিপত্য থাকলেও দ্বীপে গাছপালা ও তৃণ কমে যাওয়ায় এবং রোগের কারণে গত ১৫ বছরে এই দ্বীপের বাসিন্দাদের সংখ্যা অন্তত ১৫ ভাগ কমে গেছে।


আবারও ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ!


ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তরা এবার প্রস্তুতি নিন সুপার ক্ল্যাসিকো দেখার। আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।  অস্ট্রেলিয়ার মেলবোর্নে 'সুপারক্লাসিকো' প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল। আগামী জুনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে অস্ট্রেলিয় ফুটবল সূত্রে জানা গেছে।
ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল দুটি আগামী ৯ জুন পরস্পরের মোকাবিলা করবে মেলবোর্নে। এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, জুনের শেষ ভাগে রাশিয়ায় অনুষ্ঠিতব্য কনফেডারেশন কাপে অংশগ্রহণ করতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল অথবা আর্জেন্টিনা খেলতে পারে।
ভিক্টোরিয়া প্রদেশের পর্যটনমন্ত্রী জন এরেন এক বিবৃতিতে বলেন, "ব্রাজিল ও আর্জেন্টিনা যখন পরস্পরের মোকাবিলা করে তখন ফুটবলে এর চেয়ে বড় কোনো উপলক্ষ হয় না। আর সেটি ঘটতে যাচ্ছে মেলবোর্নে। বর্তমানে ফিফার শীর্ষ খেলোয়াড় লিওনেল মেসি ও ব্রাজিলীয় সুপার স্টার নেইমার জুনিয়র এই ম্যাচে অংশগ্রহণ করবে। "
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকান ফুটবলে ব্রাজিল আধিপাত্য বিস্তার করে রেখেছে। ২০১২ সালের পর থেকে তারা আর্জেন্টিনার কাছে কোন ম্যাচ হারেনি। আর্জেন্টাইন সুপার স্টার ২৯ বছর বয়সী মেসি প্রায় এক যুগ আগে এমসিজিতে ম্যাচ খেলেছে। সর্বশেষ তারা ১-০ গোলে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল।

ট্রাম্প বিরোধী বিশাল বিক্ষোভ ইরানে

ট্রম্পবিরোধী বিক্ষোভ এবার ইরানে। ইরানসহ সাতটি মুসলিম দেশকে ‘নজরদারিতে রাখা’র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির প্রতিবাদে দেশটির রাজধানী তেহরানে লাখো মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে বলে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় টিভি।
 
ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের বর্ষপূর্তিতে কয়েকশ সামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাসহ আরও অনেক মানুষ রাজধানী তেহরানের আজাদি স্কয়ার অভিমুখে মিছিল করে। এসময় তারা বিভিন্ন ধরনের ব্যনারও প্রদর্শন করেন। ‘আমেরিকা নিপাত যাক’ ‘ট্রাম্প নিপাত যাক’ এমন অনেক স্লোগানের ব্যানার তারা প্রদর্শন করেন। মিছিলের সঙ্গে সঙ্গে সামরিক পুলিশের একটি ব্যান্ড দল ইরানের ঐতিহ্যবাহী বিপ্লবী গানও বাজায়।
ইরান আমেরিকার ‘হুমকিকে’ ভয় পায়না- তা দেখিয়ে দিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত মঙ্গলবার ইরানিদেরকে বিক্ষোভে নামার ডাক দেন।ইরানের রাষ্ট্রীয় টিভি ফুটেজে দেখা গেছে, বিক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের ছবি পায়ে মাড়িয়ে তেহরানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
 
২৯ জানুয়ারিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে গত সপ্তাহে ট্রাম্প ইরানকে ‘নজরদারিতে রাখার’ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দেশটির কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।কিন্তু এতেও ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানায়।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও শুক্রবার সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইরানিদেরকে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।আজাদি স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি বলেন, ‘আঞ্চলিক কয়েকজন অভিজ্ঞ মানুষ এবং আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে... তাদের জানা উচিত যে, হুমকির ভাষা দিয়ে ইরানে কোনও কাজ কখনও হয়নি। তাদেরকে ইরান ও ইরানিদেরকে সম্মান করা শিখতে হবে... আমরা যে কোনও যুদ্ধংদেহী নীতি কঠোরভাবে মোকাবেলা করব।’
 
রুহানির ডাকে সাড়া দিয়ে ইরানজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে আসে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। রয়টার্স।

টপলেস হয়ে সূর্যস্নানের অধিকার দাবি আর্জেন্টিনার নারীদের

নারীরা নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। তাদের নগ্ন শরীরে বিভ্ন্নি কথা লেখা। ভাবুন তো কি হতে পারে। হ্যা নগ্নহয়ে সূর্যস্নানের প্রতিবাদে এ কাণ্ড করেছে আর্জেন্টিনার নারীরা।
 
সূর্যস্নান অনেক দেশেই স্বাভাবিক বিষয় হলেো আর্জেন্টিনায় নারীদের টপলেস হয়ে সূর্যস্নানের অধিকার নেই। কিন্তু সে দেশের নারীদের সমুদ্রতীরে টপলেস হয়ে গায়ে রোদ মাখার অধিকার চাই ই চাই। মহিলাদের এই দাবি মানতে নারাজ সে দেশের সরকার। প্রতিবাদে বিক্ষোভে সামিল মহিলারা।
আর তাদের প্রতিবাদের ধরনটিও অভিনব। মহিলারা নগ্ন হয়ে গায়ে রং মেখে, দাবির কথাগুলি লিখে রাস্তায় নেমেছেন। সম্প্রতি রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৫০০ কিমি দূরে নেকোছিয়ায় তিন মহিলা বিকিনি পরে রাস্তায় বেরলে তাদের বুকঢাকা পোশাক পরতে বাধ্য করে জনা কুড়ি পুলিশ। একেই দুর্নীতি, চরম আর্থিক সঙ্কটে ভুগছে দেশটি। তার ওপর সেদিনের পুলিশের ওই আচরণ মেনে নিতে পারছে না অনেকেই। এই ক্ষমতা দেখানোর মানসিকতার অবসান হোক, বলছে অনেকেই। 
 
তাদের হাতে ছিল দাবি লেখা প্ল্যাকার্ডও। তাঁদের বক্তব্য, শরীর আমাদের। তার মালিক আমরাই। ইচ্ছা হলে শরীর দেখাব। আমরা তো ভোগ্যপণ্য নই!
 
প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রকাশ্য স্থানে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন এক যুবতী মা। তাঁকে রীতিমতো শাসিয়ে তাড়িয়ে দেয় পুলিশ। তার প্রতিবাদেও মিছিল করেন হাজার হাজার নারী।

জাকার্তার নির্বাচনকে ঘিরে গণপ্রার্থনার মাধ্যমে বিক্ষোভ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জাতীয় মসজিদ ইসতিকলালে শনিবার ১ লাখের বেশি মানুষ গণ প্রার্থনায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আগামী বুধবার অনুষ্ঠেয় নির্বাচনে মুসলিম প্রাথীকে সমর্থন দেওয়ার জন্য প্রার্থনাসভায় আহ্বান জানায় ধর্মীয় নেতারা।
 
কোরআনের নিন্দাজ্ঞাপনকারী জাকার্তার গভর্নর বাসুকি জাহজা পূর্ণমার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় মিছিল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। তাই বিক্ষোভ প্রদর্শনে শনিবার মসজিদে লোকজনকে জড়ো করা হয়। দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠী চীনা ক্রিশ্চিয়ান জনগণ ‘আহক’ নামে পরিচিত। এই সম্প্রদায়ের গভর্নর বাসুকি ধর্মের নিন্দা করায় ব্লাসফেমির দায়ে তার বিরুদ্ধে বিচার চলছে। ওদিকে নির্বাচনে বাসুকির প্রতিদ্বন্দ্বিতা করছেন অপর দুই মুসলিম প্রার্থী হারিমুর্ত্রি ইয়োধুয়ানো এবং আনেইস বাসওয়েদান। 
 
২০১৯ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এ নির্বাচনকে বিশ্লেষকরা প্রক্সি নির্বাচন হিসেবে দেখছে। এক বিক্ষোভকারী জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি একজন মুসলিম নেতাকে ভোট দিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই। জাকার্তা একজন মুসলিম নেতার দ্বারা শাসিত হবে, যিনি আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করবেন। এছাড়া তিনি ইয়োধুয়ানো, বাসওয়েদেনকে নির্বাচিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।
 
 
এদিকে পুলিশ জানিয়েছে, এদিন লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়। এত মানুষ হয় যে, মসজিদে তার ধারণক্ষমতা ছিলো না। রাস্তায়ও বহু মানুষ অবস্থান নেয়।  সারা দেশ থেকে জনতার ঢল রাজধানীর দিকে নেমে আসে। বিশেষ এই প্রার্থনা সভায় অন্য দুই মুসলিম প্রার্থীকেও দেখা যায়। ওদিকে এ নির্বাচনে প্রার্থীরা যদি ৫০ শতাংশ’র বেশি ভোট না পান তাহলে এপ্রিলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আল জাজিরা।
 

Friday, February 10, 2017

কোন কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে মানুষ

১-মানিয়ে নিতে না পারা- অনেক সময় দেখা যায় অনেক মানুষই জীবনের ওঠা পড়ার সঙ্গে ঠিক মতোখাপ খাইয়ে উঠতে পারেন না। আশ্রয় খোঁজেন অন্য কারও কাছে। পরিবারেস্বামী বা স্ত্রী সেই নির্ভরতা দিতে না পারলে, অন্য কোনও নির্ভরযোগ্য জায়গাখোঁজেন অনেকে। ফলে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে।
২-অপছন্দের বিয়ে- বিয়েতে মনের মিল না হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাথাকে বেশি। অনেক সময় বাড়ির চাপে বা কোনও অবাঞ্ছিত পরিস্থিতিতে মানুষ মতের অমতে গিয়ে বিয়ে করতে বাধ্য হন। যাঁর ফল স্বরূপ অনেকেই অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন।
৩-শারীরিক চাহিদা- বিবাহিত সম্পর্কে অনেকেই একটা সময়ের পর শারীরিক সম্পর্কে আকর্ষণ হারিয়ে ফেলেনস্বামী-স্ত্রী। এই একঘেয়েমি কাটাতেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন কেউ কেউ।
৪-সম্পর্কে বদল- সন্তানের বাবা-মা হয়ে যাওয়ার পর অনেক সময়ই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বদল আসে।ফলে দু’জনের মধ্যের স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষ এমন একজনকে চায়, যাঁকে বন্ধুর মতো পাশে পাওয়া যাবে। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।

৫-মানসিক অশান্তি- দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক সময়ই মানসিক দুরত্ব তৈরি হয়। মনের শান্তি খুঁজতে গিয়েও অনেকে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।
৬-ভিন্ন চাহিদা- অনেক সময় দু’জনের মধ্যে জীবনের চাহিদাগুলো নিয়ে দ্বিমত দেখা যায়। এটিও কখনও কখনও পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায়।
৭-মতবিরোধ- স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু এটাই যখন তীব্র আকার ধারণকরে তখন অনেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
৮-উচ্ছ্বাসের অভাব- আপনার উল্টোদিকের মানুষটি ম্রিয়মান হলে বা তাঁর জীবন নিস্তরঙ্গ হলে অনেকসময়ই তা অন্য মানুষটির প্রকৃতির সঙ্গে মেলে না। ফলে মানুষ অন্য কারওর মধ্যে সেই উন্মাদনাগুলো খোঁজার চেষ্টা করেন।
৯-ইচ্ছাগুলো না মেলা- অনেক সময়ই ইচ্ছা-অনিচ্ছার মিল না হওয়ায় মানুষ এমন কাউকে খোঁজে যাঁর সঙ্গে তাঁর ইচ্ছাগুলো মিলবে।
১০-অর্থনৈতিক দায়বদ্ধতা- চার দেওয়ালের মধ্যে হাজার রকম অর্থনৈতিক দায়বদ্ধতার মধ্যে হাঁফিয়ে ওঠে মানুষ। পরকীয়া সম্পর্কে এই দায়িত্বগুলো কম থাকায় অনেকেই এই সম্পর্কে মানসিক শান্তি খুঁজে পান।
১১-উচ্চাকাঙ্খা- অনেক সময় কিছু সুবিধালোভী মানুষ উচ্চপদের জন্য বা অন্য কোনও লালসাতেও এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন।
১২-অল্প বয়সে বিয়ে- দেখা গেছে, যাঁদের ২০ পেরোতে না পোরোতেই বিয়ে হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে পরিণতবয়সে গিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকে।

মাইগ্রেন যন্ত্রণা থেকে বাঁচার কিছু উপায়

‘মাইগ্রেন পেন’ , এই রোগে এখন অধিংকাংশ মানুষই ভুগছেন৷ তবে মাইগ্রেন কোনও সাধারণ মাথা যন্ত্রণা নয় ৷ যা একটি ক্রোসিন বা স্যারিডনেই কমে যায়৷ মাইগ্রেন হল একধরণের নিউরোলজিকাল সমস্যা৷ এর ফলে তীব্র মাথা ব্যাথার পাশাপাশি দেখা যায় বমি বমি ভাব, আলো ও শব্দ সহ্য করতে না পারা, চোখে ব্যাথা, এমনকী মুখের কিছু অংশ যেমন চোয়াল পর্যন্ত ব্যাথা হতে পারে৷ এই ব্যাথা কয়েক ঘণ্টা থেকে প্রায় তিন চার দিন পর্যন্তও ভোগায়৷ এই অসহ্য যন্ত্রনার হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়৷ কিন্তু ব্যাথা কম রাখতে অবশ্যই কিছু ঘরোয়া টিপস কাজে আসতে পারে৷ সেগুলো কি একটু দেখে নেওয়া যাক…..
১. বরফপ্যাক
মাইগ্রেন যন্ত্রণা থেকে বাঁচার কিছু উপায়
মাথা যন্ত্রণা বেশি হলে একটি প্লাস্টিকে কিছু বরফের টুকরো নিয়ে মাথায় দিয়ে রাখতে পারেন৷ এতে ব্যাথা কম অনুভব হবে৷ বরফ আপনার শিরার স্ফীতি কম করে৷ এর ফলে ব্যাথা কিছুটা কমে৷
২. ভিটামিন বি২
ভিটামিন বি২ এর পরিমাণ শরীরে বাড়লে মাইগ্রেনের ব্যাথা কম হয়৷ ৪০০ এম জি ভিটামিন বি২-র ট্যাবলেট মাইগ্রেন কম করতে সাহায্য করে৷
এছাড়া মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য, চিজ, বাদাম, এসবে ভিটামিন বি২ এর পরিমাণ বেশি থাকে৷
৩. বিশ্রাম পদ্ধতি
মাথা ব্যাথার প্রকোপ শুরু হলে আপনার মস্তিষ্ককে বিশ্রাম দিন৷ চিন্তা মুক্ত থাকুন৷ এর জন্য প্রয়োজনে মেডিটেশন, যোগ ব্যায়ামও করতে পারেন৷

৪. হার্বাল চা
হার্বাল চা মাথা ব্যাথার পক্ষে খুবই উপকারী৷ হার্বাল চায়ে আঁদা কুচি, লেবু দেওয়া থাকে৷ এর ফলে ব্যাথার প্রকোপ কম থাকে৷ আবার মাইগ্রেনের ফলে যে বমি ভাব তৈরি হয় তা কম করতেও সাহায্য করে এই উপাদানগুলি৷
৫. আকুপাংচার
মাথার ব্যাথা কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি প্রভাবশালী ও উপকারি হল আকু পাঙচার পদ্ধতি৷ এর প্রভাব ওষুধের মতো দ্রুত কার্যকরী হয় না৷ কিন্তু যথেষ্ট উপকার পাওয়া যায়৷

একদিন খাবার জুটতো না, এখন থাকেন টাকার গদিতে


নাম বাস্তিয়ান ইয়োত্তা। জার্মানির মিউনিখের অধিবাসী। বয়স তার তখন অল্প-ই। যৌবন শরীরে, তবে তাতে আকর্ষণ ছিলো না বিন্দুমাত্র। মোটা বাস্তিয়ানের দিকে কোনো মেয়ে ফিরেও তাকাতো না। তার কাছে যে কাঁড়ি কাঁড়ি টাকা ছিলো, তাও নয়। তাই প্রায় সবার কাছে তিনি প্রায় অচ্ছুৎ-ই ছিলেন।
 
একটা সময় এমন জীবন নিয়ে বেশ হতাশ ছিলেন বাস্তিয়ান। কিন্তু সময় থেমে থাকে না। কার ভাগ্য যে কখন বদলে যায়, কেউ তা জানে না। বাস্তিয়ানেরও ভাগ্যের চাকাও ঘুরল। এমনভাবে ঘুরলো যে, এখন তিনি কোটিপতি।
 
তাকে কোটিপতি বললেও কম বলা হবে। কারণ, এখন তিনি টাকার রাজ্যে থাকেন বলা চলে। বিছানায়, বাথটাবে, সর্বত্র তার টাকার ছড়াছড়ি!
 
এটা কোনো সিনেমার চরিত্র নয়। তবুও বাস্তিয়ান ইয়োত্তার কাহিনি 'স্লামডগ মিলিওনিয়ার'-র মতো ছবির চিত্রনাট্যকেও হার মানায়। এখন তার বয়স ৩৮ বছর। বেওয়াচ টেলিভিশন শো তার বরাবরই প্রিয় ছিল। 'এখন আমি আমার নিজের বেওয়াচ তৈরি করেছি। আমার সঙ্গে যে মেয়েরা আছেন তারা প্যামেলা অ্যান্ডারসনের থেকেও হট' দাবি বাস্তিয়ানের।
 
ইয়োত্তা এখন একজন উদ্যোক্তা। বেশ কিছু বিউটি ও সফটওয়্যার কোম্পানির মালিক তিনি। বর্তমানে নারীদের ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেন তিনি। পাশাপাশি, লাইফ-স্টাইল কীভাবে উন্নতি করতে হয়, সেই কোচিংও দেন।
 
তার ব্যবসা মন্ত্র হল, 'অন্যরা তোমার সম্পর্কে কী ভাবছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তুমি নিজে কী ভাবছ, সেটাই বড় কথা।'
 
তার স্ত্রী মারিয়ার বয়স ২৭ বছর। ইনস্টাগ্রামে এখন স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীর জনপ্রিয়তাও বাড়ছে। অনেক সময় তিনি দামি পোশাক পরে পোজ দেন। সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
 
 
তাদের ব্রেভারি হিলের বাড়িতে ১০টি বেডরুম আছে। বাড়িতে সাজানো গোছানো সুইমিং পুল আছে। প্রায়ই সেখানে পার্টি হয়। স্পোর্টস কারেরও সংগ্রহ আছে তার। মাসে তার খরচ মোটামুটি ১ লাখ ডলার।
 
সাধারণত মানুষ যখন দামি কিছু শপিং করে, তারও কিছু বাজেট থাকে। যেমন- ৩ হাজার ডলারের পোশাক, ৪ হাজার ডলারের জুতো, ৬ হাজার ডলারের ব্যাগ। কিন্তু এই দম্পতির কাছে ৫০ হাজার ডলার খরচ করা কিছুই বড় বিষয় নয়। একথা তারা নিজেরাই জানিয়েছেন।
 
তাদের এই লাইফ-স্টাইল এখন মানুষের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই টেলিভিশনে মুখ দেখানোর অফারও পেয়েছেন তিনি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates