ভিয়েতনামে প্রতিবছর অসংক্রামক রোগ (ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ ও ক্যানসার) এ প্রায় চার লাখ লোক মারা যায়। সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা একথা জানান।
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী নগুয়েন থান লং অসংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক সম্মেলনে বলেন, দেশটিতে প্রতিবছর যে সংখ্যক লোক মারা যায় এর ৭০ শতাংশই অসংক্রামক রোগের কারণে। তিনি বলেন, অসংক্রামক রোগের কারণে যাদের মৃত্যু হয় তাদের প্রায় ৪০ শতাংশ রোগীই ৭০ বছর পেরোনোর আগেই মারা যান। তার মতে, অধিকাংশ স্থানীয় বাসিন্দা এসব রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন নয়।
তিনি জানান, ৪৯ শতাংশ মানুষ ধূমপান করেন এবং ভিয়েতনামের ৭৭ শতাংশ মানুষ এলকোহলযুক্ত পানীয় গ্রহণ করে থাকেন। ধূমপান সংক্রান্ত রোগে ভিয়েতনামে বছরে আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়।
এছাড়া, ভিয়েতনামের জনগণ খাবারে অতি মাত্রায় লবণ ব্যবহার করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরিমাণ লবণ খাওয়ার পরামর্শ দেয়, তারা তার দ্বিগুণ পরিমাণ লবণ খান। সিনহুয়া।
No comments:
Post a Comment