সৌদি আরবে ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৭০ দিন আছে। এরই মধ্যে দেশটির পাসপোর্ট অধিদপ্তর এবং শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে।
যারা বসবাস ও শ্রম আইন লঙ্ঘন করে সৌদিতে বসবাস করছে, তাদেরকে শাস্তি বা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করার জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে এই সাধারণ ক্ষমা ঘোষনা করা হয়।
এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবে তাদের সৌদি ত্যাগ করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না এবং পরবর্তীতে বৈধভাবে আবার ফিরতে পারবে।
আইন লঙ্ঘনকারী মুক্ত সৌদি আরব গড়তে এই সাধারণ ক্ষমার প্রক্রিয়া বাস্তবায়ন করতে দেশটির ১৯টি সরকারি সংস্থা একসাথে কাজ করছে। তিন মাসের সাধারণ ক্ষমার সময়টাতে কমপক্ষে ১০ লাখ আইন লঙ্ঘনকারী সৌদি আরব ত্যাগ করবে বলে আশা করছ।
চার বছর আগে ২০১৩ সালেও একবার সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। তখন ৫৫ লাখেরও বেশি অবৈধ প্রবাসী সৌদি আরব ত্যাগ করেছিল।
প্রচারণার অংশ হিসেবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বিভিন্ন ভাষায় টুইটার বার্তার মাধ্যমে প্রায় প্রতিদিনই এই সাধারণ ক্ষমার সুযোগ-সুবিধার কথা তুলে ধরছেন।
গত ২৯ মার্চ এই সাধারণ ক্ষমার বাস্তবায়ন শুরু হয়েছে। এরই মধ্যে বিপুল সংখ্যক আইন লঙ্ঘনকারী এই সুবিধা গ্রহণের জন্য প্রতিদিন দেশটির ১৩টি প্রদেশের ৮০টি স্থানে হাজির হচ্ছেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কি বলছেন-‘সাধারণ ক্ষমার প্রক্রিয়া বাস্তবায়ন করতে সরকারি সংস্থাগুলো একসাথে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই তিন মাসে কমপক্ষে ১০ লাখ অবৈধ অভিবাসী সৌদি ছাড়বে।’
No comments:
Post a Comment