Social Icons

Sunday, May 7, 2017

সৌদির কাছে হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফরে এ-সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষর করবেন। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্রের প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির চুক্তি করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্ত্র শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান।
জানা গেছে, ট্রাম্প তার এই সফরে রিয়াদকে ১০০ কোটি ডলার মূল্যের 'লকহিড মার্টিন' কোম্পানির তৈরি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেবেন। এছাড়া স্যাটেলাইট সামর্থ্যসহ যুদ্ধ কমান্ড ও কন্ট্রোল এবং যোগাযোগ সরঞ্জামের সিটুবিএমসি সফটওয়্যার সরবরাহের চুক্তিও করা হতে পারে। উল্লেখ্য, সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। এফ-ফিফটিন যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে আসে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির কারণে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যাচ্ছেন। দেশটির সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্পর্ক শক্ত করে নেওয়াটাই তার মূল উদ্দেশ্য। ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে প্রথমেই পা রাখবেন সৌদি আরবে। এটি হবে তার তিন দেশীয় সফর। সৌদির পর ইসরায়েল ও ভেটিকান সিটিতে যাবেন। তাছাড়া একহাজার ১৫০ কোটি ডলার মূল্যের চারটি যুদ্ধজাহাজও সৌদির কাছে বিক্রির চেষ্টা চলছে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates