Social Icons

Sunday, February 4, 2018

কাতারে নতুন হাইজেনিক আইন, আতংকে প্রবাসীরা


১ ফেব্রুয়ারি থেকে কাতারে নতুন হাইজেনিক আইন কার্যকর হয়েছে। সকল প্রবাসীদের এখনই সাবধান হওয়া উচিত বলে জানাচ্ছেন স্থানীয় বাংলাদেশের কমিউনিটি। সিটির সৌন্দর্য তথা স্বাস্থ্য সুরক্ষায় কাতারের সব পৌরসভা বা বলাদিয়াতে ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রবাসী সহজে বোঝার স্বার্থে এই আইনের উল্ল্যেখযোগ্য কিছু অংশ এখানে দেওয়া হল-
✍️ রাস্তা-ফুটপাত অথবা জনসমাগম স্থলে ময়লা-আবর্জনা, টিস্যু পেপার, খালি পেকেট, চায়ের কাপ, পানির বোতল এবং যেখানে সেখানে থুতু ফেললে ৫০০ রিয়াল জরিমানা।
✍️ ঘরের সামনে, সড়কে অথবা জনসমাগম স্থলে ময়লা আবর্জনার ব্যাগ বা বলাদিয়া কিচা, আধা খাওয়া খাবার, কাগজ ইত্যাদি ফেললে ৩০০ রিয়াল জরিমানা।
✍️ সড়ক অথবা জনবহুল এলাকার দিকে মুখ করা জানালা অথবা বেলকনিতে মাদুর, কারপেট, কম্বল, জামা কাপড় টাঙ্গিয়ে রাখা অথবা শুকাতে দিলে ৫০০ রিয়াল জরিমানা।
✍️ রাস্তায় ময়লা পানি ফেললে ৩০০ রিয়াল জরিমানা।
✍️ অনুমতি নেই এমন কোন জায়গায় পশুবর্জ্য ফেললে ৫০০ রিয়াল।
✍️ পুরাতন সরঞ্জাম অথবা ফেলে দেওয়া গাড়ি রেখে সড়ক, গলি, মাঠ, ফুটপাত, পার্ক এবং মানুষ ব্যবহারে থাকে যেকোন ফাঁকা জায়গা দখলে রাখলে ১০০০ রিয়াল জরিমানা।
✍️ উন্মুক্ত মাঠ, পার্ক অথবা সাগর পাড়ে আধা খাওয়া খাবার বা আবর্জনা ফেললে ৫০০ রিয়াল জরিমানা।
✍️ ট্রাক-ফিকআপ অথবা গাড়ি করে নেওয়ার সময় কোন কিছু রাস্তায় পড়লে ২০০০ রিয়াল জরিমানা। পাশাপাশি মরুরের জরিমানাও আছে। ✍️ ম্যানহোল থেকে পানি বের হচ্ছে, ফোন করে কেউ ব্যবস্থা না নিলে ১০০০ রিয়াল জরিমানা।
✍️ সড়কে অথবা অনুমতি নেই এমন কোন জায়গায় গাড়ি ধোয়ার কাজ করলে ৩০০ রিয়াল জরিমানা।
✍️ কন্সট্রাকশানের বর্জ্য থেকে শুরু করে যেকোন ধরনের কঠিন বর্জ্য অনুমতি নেই এমন কোন জায়গায় ফেললে ৬০০০ রিয়াল জরিমানা।
✍️ ডাস্টবিনের বাইরে ময়লা ফেললে ১০০০ রিয়াল জরিমানা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates