মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য সিনালোয়ায় বুধবার সকালে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সিনালোয়া’র আন্ডার সেক্রেটারি ফর পাবলিক সিকিউরিটি ক্রিস্টোবাল ক্যাস্টানেডা এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ স্থানীয় সময় ৪টা ৫৫ মিনিটে সিনালোয়ার রাজধানী সুলিয়াকানের একটি হলে গোলাগুলির খবর পান। ক্যাস্টানেডা আরো বলেন, সশস্ত্র অপরাধ চক্রের সদস্যরা টহল সেনাদের লক্ষ্য করে বন্দুক হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর পরিস্থিতি সেনাদের নিয়ন্ত্রণে চলে এলে কর্তৃপক্ষ সেখান থেকে ছয়টি রাইফেল, চারটি গ্রেনেড উদ্ধার এবং দুটি গাড়ি জব্দ করে। নিহতদের পরিচয় জানা যায়নি। সিনহুয়া।
No comments:
Post a Comment