পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। আসন্ন রাশিয়া বিশ্বকাপেও হট ফেবারিট দলটি। রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আরও চার মাস বাকি থাকলেও ইতিমধ্যেই ২৩ সদস্যের ১৫ জনের নাম প্রকাশ করেছেন ব্রাজিল কোচ তিতে।
ব্রাজিলিয়ান নিউজ আউটলেট উল এস্পার্তোর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তিতের সদ্য প্রকাশিত এই দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চারজন ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লিভারপুল ফুটবলার রবার্তো ফিরমিনহো। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতায় ২০ গোল করেছেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার।
ইংলিশ লিগ থেকে ব্রাজিলিয়ান দলে ডাক পাওয়া অন্য ফুটবলাররা হচ্ছেন ম্যানচেস্টার সিটির ফার্নানদিনহো, গ্যাব্রিয়েল জেসুস ও চেলসির উইলিয়ান।
২৩ সদস্যের দলের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনকে নিশ্চিত করেছেন তিতে। এ ১৫ সদস্যের বাকিরা হলেন পিএসজির নেইমার, থিয়াগো সিলভা, মারকুইনহোস ও দানি আলভেজ, বার্সেলোনার ফিলিপ কুতিনহো ও পাওলিনহো, রিয়াল মাদ্রিদের কাসেমিরো, মার্সেলো এবং ইন্টার মিলানের মিরান্দা, রোমা গোলরক্ষক আলিসন, বেইজিং সিনোবো গুয়ানের রেনাতো অগাস্তো।
তিতের দলের বাকি ৮ সম্ভাব্য খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ হবে আগামী তিন মাসে। ভালো পারফরম্যান্সে মধ্য দিয়ে তারা দলে আসতে পারবেন বলে জানিয়েছেন কোচ। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment