জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের কপি সুপ্রিম কোর্টে তার আইনজীবীদের কাছে পৌঁছেছে।
সোমবার বিকেলে রায়ের বিচারক মো. আখতারুজ্জামানের স্বাক্ষরের পর ১১৭৪ পৃষ্ঠার রায়ের কপি খালেদার আইনজীবী প্যানেলের সদস্য জাকির হোসেন ভূঁইয়া পৌঁছে দেন। যদিও ৬৩২ পৃষ্ঠার রায় ছিল ঘোষিত রায়ে।
রায়ের এ কপি খালেদার সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। বর্তমানে এখন ওনার (এ জে মোহাম্মদ আলীর) চেম্বারে রায়ের কপি রয়েছে বলে জানান তিনি।
আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়।
No comments:
Post a Comment