এবার থেকে নাম্বার না জানিয়েই হোয়্যাটসঅ্যাপে করা যাবে চ্যাট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে তার জন্য আপনাকে ইনস্টল করতে হবে একটি অ্যাপ। যা পাওয়া যাবে গুগল স্টোরেই। অ্যাপটির নাম ‘প্রাইমো’।
এই অ্যাপ ইনস্টল করলে আপনার চ্যাটের উল্টোদিকে যিনি থাকবেন, তিনি দেখতে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘ভার্চুয়াল’ নাম্বার। অ্যাপ ইনস্টল হলে সেই অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে নিজের ফোন নম্বর নিয়ে সাইন আপ করুতে হবে। এরপর আপনার কাছে আসবে ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড। সেই কোড দেওয়ার পর সম্পূর্ণ হবে ভেরিফিকেশন প্রক্রিয়া।
এরপর নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর আসবে ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড।সেই কোড দেওয়ার পর সম্পূর্ণ হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। এরপর ঢুকতে হবে প্রাইমো ইউএস ফোন নাম্বারে। বাছতে হবে বিনামূল্যের ট্রায়াল ও প্রিমিয়াম। ট্রায়াল অপশনে গেলে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন নম্বর পাওয়া যাবে। সেই নাম্বার দিয়ে হোয়্যাটসঅ্যাপ করা যাবে।
No comments:
Post a Comment