Social Icons

Thursday, February 1, 2018

সবচেয়ে দামি শীতকালীন দলবদল, অতীতের হিসেবকেও ছাড়িয়ে

২০১৮ সালে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদল ছাড়িয়ে গেছে অতীতের সব হিসেবকে। এবারের মত অর্থের ছড়াছড়ি হয়নি আগে কখনও।

চলতি দলবদলে ৪৩০ মিলিয়ন মূল্যের খেলোয়াড় কেনা-বেচা হয়েছে। যার এক-চতুর্থাংশের বেশি খরচ করেছে কেবল বার্সেলোনাই। লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহোকে কিনতে তাদের খরচ ১৬০ মিলিয়ন ইউরো। সঙ্গে আছেন ১২ মিলিয়ন মূল্যের কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনা।

রেকর্ড গড়েছে ইংলিশ দলগুলোও। শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের দলগুলো খেলোয়াড় কিনতে খরচ করেছে রেকর্ড ১৫০ মিলিয়ন ইউরো। এক ডিফেন্ডার ফন জিককে কিনতেই লিভারপুলের খরচ ৮৫ মিলিয়ন ইউরো। আরেক ডিফেন্ডার আয়মেরিক লাপোর্ত্তেকে কিনতে ম্যানসিটি ইউরো ঢেলেছে ৬৫ মিলিয়ন।

পিছিয়ে নেই আর্সেনালও। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৬৫ মিলিয়ন ইউরোতে গানাররা দলে টেনেছে পিয়েরে অবামেয়াংকে। ম্যানইউকে অ্যালেক্সিস সানচেজকে দিয়ে নিয়ে এসেছে হেনরিখ মাখিতারিয়ানকে।

এবার সবথেকে আকর্ষণীয় দলবদল নিঃসন্দেহে কৌতিনহোর বার্সার জার্সি গায়ে চাপানো। গরমে যাকে দলে টানতে ঘাম ছুটেছিল বার্সা কর্তাদের, শীতে তাকে ঠিকই এনে ছেড়েছেন তারা। বিনিময়ে ধারে খেলতে পাঠাতে হয়েছে জেরার্ড দেলেফেউ, আর্দা তুরান, রাফিনহাকে। মেসিদের বিদায় জানিয়ে চীনে চলে গেছেন হাভিয়ের মাশ্চেরানো।

সবচেয়ে অবাক করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় খোঁড়ানো ছাড়াও কোপা ডেল রে হাতছাড়া হয়েছে জিদানের দলের। ফর্মেও নেই রোনালদো-বেনজেমারা। এরপরও কাউকে দল ছাড়তে দেননি জিদান এবং কেনেননি কোন খেলোয়াড়! অনেকটা একগুঁয়েমি করেই পুরনো দল নিয়ে মৌসুমের বাকি সময় পার করতে চান লস ব্লাঙ্কোসদের টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates