ব্রাজিল ও পিএসজি সমর্থকদের দারুণ সংবাদটা নিজেই দিয়েছেন নেইমার। জানিয়েছেন এক মাসের মধ্যে মাঠে ফেরার আশাবাদ। পিএসজিও নিশ্চিত করেছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্রুত অনুশীলনে ফিরতে যাওয়ার বিষয়টি।
সংবাদটা নেইমার দেওয়াতে ব্রাজিল সমর্থকদের মাথার উপর থেকে শঙ্কার মেঘটুকু সরে যাচ্ছে। কেননা, আগামী ১৪ জুন রাশিয়াতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তারকা এই ফরোয়ার্ডকে ঘিরে স্বপ্ন দেখছে তারা।
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অনেকের ধারণা ছিল, চোটের কারণে হয়তো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা হবে না তার।
মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে ওঠা প্রশ্নে টিভি গ্লোবোকে নেইমার নিজেই জানিয়েছেন এক মাসের কথা।
“এখনও এক মাস বাকি আছি। আমি ভালো উন্নতি করছি। সবকিছু যতটুকু সম্ভব ভালো এগোচ্ছে।”
ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের দেওয়া সর্বশেষ প্রতিবেদন দেখে পিএসজিও নিশ্চিত করেছে দ্রুতই মাঠে ফিরবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“ডা. রদ্রিগো লাসমারের আজকের দেওয়া প্রতিবেদন নিশ্চিত করেছে, নেইমারের চোটের চমৎকার উন্নতি হয়েছে। সে এখন তার ডান গোড়ালির গাটের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারে এবং ধীরে ধীরে হাঁটা শুরু করতে পারে।”
“আগামী ১০ দিনে তার সেরে ওঠার গতি নির্ধারণ করবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তার অনুশীলন শুরুর তারিখ।”
No comments:
Post a Comment