ক্লাব পাল্টে প্যারিস সেন্ট জার্মেইয়ের(পিএসজি) হয়ে নেইমারের চাওয়াটা ছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। পিএসজি তো সেটা পারেইনি, সাথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও পায়ের চোটে পড়ে ছিলেন না শেষ ষোলর লড়াইয়ের দ্বিতীয় লেগে। তাই চুলে নতুন স্টাইল এনে নেইমার অপেক্ষায় নতুন দিনের।
আপাতত রাশিয়া বিশ্বকাপের আগে আর মাঠে নামতে পারছেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার চোট তাঁকে ঠেলে দিয়েছে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে। দুঃসহ সময় কাটিয়ে উঠতে তাই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বদলে ফেলেছেন চুলের স্টাইল।
কোকড়া চুলের নেইমারের নতুন এই স্টাইলটার নাম ‘ড্রেডলক’। নিজের ইন্সটাগ্রামে ভক্তদের সামনে দিন কয়েক আগে নতুন এক চেহারা নিয়ে হাজির হয়েছিলেন এই পিএসজি ফরোয়ার্ড। বর্তমানে পুনর্বাসনে থেকে সেরে ওঠার চেষ্টায় ব্যস্ত নেইমার অবস্থান করছেন ব্রাজিলে।
অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের খেলায় পায়ের পাতার হাড় ভেঙ্গে মাঠের বাইরে চলে যান নেইমার। ইনজুরির কারণে ছিলেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের লড়াইয়ে।
বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ১৭ জুন। ফিরে আসার লড়াইয়ে তাই আপাতত নেইমারের ধ্যান-জ্ঞান সব যে রাশিয়ার মাঠের ওই ম্যাচেই তেমনটা নিশ্চিত।
No comments:
Post a Comment