চলতি মাস থেকেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর কর আরোপের পক্ষে ভোট দিয়েছে কুয়েতের জাতীয় সংসদের অর্থনৈতিক কমিটি। এছাড়াও হুন্ডি ব্যবসায়ীদের ওপর কড়া নজরদারি ঘোষণা ও দেয়া হয়েছে। হঠাৎ করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কর আরোপের ফলে শঙ্কিত কুয়েত প্রবাসী বাংলাদেশি সহ সংশ্লিষ্ট সকলে।
বিশ্লেষকরা বলছেন, এই কর আরোপ হলে কুয়েতে নিম্ন আয়ের বিভিন্ন দেশের প্রবাসীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এই ব্যবস্থা নিম্ন আয়ের প্রবাসীদের ওপর মরার ওপর খড়ার ঘা এর সামিল ।
কুয়েত প্রবাসী রচনা বলেন, প্রবাসে অনেক কষ্টে অর্জিত টাকা দেশে পাঠাতে গেলে কুয়েত সরকারকে কর দিতে হবে- কথাটা শুনেই এক ধরনের যন্ত্রণা অনুভব করেছি। আমরা এখানে পরিশ্রম করে আয় করি। সেই পরিশ্রমের ফসলে যদি সরকারের ভাগ দিতে হয় তাহলে সেটা খুবই দু:খজনক। আমরা চাই এমন কর ব্যবস্থা বাস্তবায়নের আগে অসহায় প্রবাসীদের কথাও আরো একবার বিবেচনা করা হোক।
কুয়েতের আরেক প্রবাসী হাসান আক্তার বলেন, আমি যে টাকা আয় করি তার সামান্য অংশ রেখে বাকিটা দেশে পাঠিয়ে দেই। সেখানে বাবা-মা, স্ত্রী-সন্তান আছে। ওরা আমার উপর ভরসা করে চলে। তাই প্রতি মাসে আয়ের সর্বোচ্চ অংশটুকু দেশে পাঠানো ছাড়া উপায় নেই। কিন্তু যখন শুনলাম, এই টাকার উপরও কুয়েত সরকারকে কর দিতে হবে; তখন প্রচন্ড অসহায় ঠেকেছে। আসলে আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলার কেউ নেই। যদি কর বাতিল হতো তাহলে খুব বেঁচে যেতাম।
No comments:
Post a Comment