ক্রিকেট দুনিয়ায় অস্ট্রিয়ার কোন নাম না থাকলেও, ঘরোয়া ক্রিকেট লীগে জমজমাট ও নিয়মিত আসর এখন অস্ট্রিয়ার মাটিতে। আর সেই আসরে এক অনন্য নাম ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব অব অস্ট্রিয়া’।প্রবাসী এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেট পরিশ্রমী তরুণের প্রচেষ্টায় গড়ে উঠা এই ক্লাবটি এখন নিয়মিত খেলছে অস্ট্রিয়ার ন্যাশনাল ক্রিকেট লীগে।আর এই অর্জনে নিজেদের সবচেয়ে সেরা সময়টা ছিলো ২০১৭ সালে লীগের সেমিফাইনাল পর্যন্ত নিজেদেরকে তুলে ধরা। বিদেশের মাটিতে প্রবাসী তরুণদের এই সফলতা শুধু এটুকুতেই থেমে নেই।অস্ট্রিয়ার গন্ডি পেরিয়ে এই দলটি এখন প্রীতি ম্যাচ খেলতে চেক রিপাবলিক, স্পেন এবং ফ্রান্সেও পাড়ি দিবে।অস্ট্রিয়ায় মোট ১৮টি দল ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। এদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অব অস্ট্রিয়া একটি।বর্তমানে এই দলটি যে ক্লাবের হয়ে অংশ গ্রহণ করছে সেই ক্লাবে ৬০ জনের মত ক্রিকেটার নিয়মিত প্র্যাকটিস করে।
২০১৭ সালে ন্যাশনাল লীগে সেমিফাইনাল খেলায় প্রবাসী বাংলাদেশিদের এই দলটির অনেক খেলোয়ার এখন অস্ট্রিয়ার ন্যাশনাল ক্যাম্পিংয়ে চান্স পেয়েছে। তবে অস্ট্রিয়ার মাটিতে এবং ঘরোয়া লীগে এ অবস্থানের নেপথ্যে গল্প জানতে চাইলে ক্লাবটির প্রেসিডেন্ট জাফর ইকবাল বাবলু জানান, মূলত প্রত্যেক খেলোয়ারের পরিশ্রম, স্বপ্ন আর সহযোগিতায় আজ আমরা এ পযন্ত এসেছি।আর আমাদের এই সফলতার পেছনে অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অকুন্ঠ সমর্থনও অন্যতম কারণ। কিভাবে এই ক্রিকেট ক্লাব পরিচালিত হয় বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ‘এই ক্লাবে যারা প্র্যাকটিস করে তারা প্রত্যেক নিজের ব্যাক্তিগত অর্থ ব্যয় করে প্রাকটির করে।এ ছাড়া এখানে প্র্যাকটিস করার মত কোন উম্মুক্ত মাঠ নেই।শহরের বিভিন্ন ইনডোর স্টেডিয়াম ভাড়া নিয়ে প্র্যাকটিস করতে হয়। যা অনেক ব্যয়বহুল ও দুঃপ্রাপ্য’। তবে সংকটের কথাও জানিয়েছেন সেখানে নিয়মিত খেলা অনেক তরুণ, তারা জানান ক্রিকেটের যেসব উপকরণ সেগুলো কিনতে হয় ইংল্যান্ড থেকে।
যেগুলো বেশ চড়া ও উচ্চমূল্যে কিনতে হয়।তাই বাংলাদেশ থেকে যদি কোন স্পন্সরশীপ পাওয়া যেত তাহলে ব্যয়টা অনেকাংশে কমিয়ে আনা যেত।প্রবাসী বাংলাদেশি এই তরুণ ক্রিকেটারদের আহবান, বিদেশের মাঠিতে বাংলাদেশের এ অর্জনকে বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোন ধরণেল উদ্যোগ গ্রহণ করতো তাহলে হয়তো আরও ভালো কিছু উপহার দেওয়া যেতো। তবে এতসব সমস্যা আর সংকটকে ছাপিয়ে বাংলাদেশি তরুণদের এই ক্লাব এখন ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব অব অস্ট্রিয়া’ নামে দেশটিতে বেশ পরিচিত।বর্তমানে এই ক্লাবে নিয়মিত খেলোয়ারদের লক্ষ্য এখন ন্যাশনাল লীগের শিরোপাটা নিজেদের ঘরে তুলে নিয়ে আসা।
No comments:
Post a Comment