ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টাকালে গোলাগুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন হচ্ছে কারারক্ষী। বাকী ১৯ জন কারাবন্দি ও কারাগারে বাইরে থাকা তাদের সহযোগী বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া চার কারারক্ষী আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিবিসি ও সিএনএন জানিয়েছে, মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বেলেম শহরে সান্তা ইসাবেল কারাগারের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ দেয়াল ভেঙ্গে ফেলে বন্দিদের মুক্ত করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এ সময় কোনো কারাবন্দি পালাতে সক্ষম হয়েছে কি-না তা নির্ধারণ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সান্তা ইসাবেল কারাগারের অবস্থান পারা রাজ্যের রাজধানীর বাইরে অ্যামাজন রেইন ফরেস্টের কাছে। এক বিবৃতিতে ওই রাজ্যের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, বাইরে থেকে এটি সশস্ত্র গ্রুপ বিস্ফোরক ব্যবহার করে কারাগারের দেয়াল ভাঙ্গার চেষ্টা করে। আর ভেতরে থাকা কারাবন্দিরা হামলা করে কারারক্ষীদের ওপর।
এ অবস্থায় নিরাপত্তা সদস্যরা এগিয়ে আসে। কারাবন্দি ও বাইরে থাকা তাদের সহযোগি সশস্ত্র গ্রুপের সঙ্গে গোলাগুলি শুরু হয় পুলিশ ও কারারক্ষীদের। এতে ১৯ বন্দি ও বহিরাগত হামলাকারী নিহত হয়। তবে এদের মধ্যে কতজন বন্দি ও কতজন বহিরাগত তা নিশ্চিত করা যায়নি।
এক বিবৃতিতে রাজ্যের পুলিশ কর্মকর্তা রডরিগো লিয়াও জানান, বহিরাগত হামলাকারীদের কাছ থেকে তিনটি পিস্তল ও দুটি বন্দুক জব্দ করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের কারাগারগুলোতে ৭ লাখ ২৬ হাজারেরও বন্দি রয়েছে। অনেক কারাগারের অবস্থা শোচনীয়। প্রায়ই কারাগারগুলোকে কেন্দ্র করে নানা অপরাধমূলক ঘটনা ঘটে। গ্যাং লিডাররা মাদক কেনা-বেচা করে গোপনে। এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয়।
গত বছর এরকম মারামারিতে ১২৫ জন নিহত হয়। এর মধ্যে মানায়ুস প্রদেশের একটি কারাগারেই দাঙ্গায় নিহত হয় ৫৬ জন।
Friday, April 13, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment